জলঢাকায় ইউপি চেয়ারম্যানদের অসহযোগীতায় শুরু হয়নি খাদ্যবান্ধব কর্মসূচী

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অসহযোগীতা ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় এখনও শুরু হয়নি প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচি ১০ টাকা কেজিতে চাল। এমন অভিযোগ করেন সংশি¬ষ্ট দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় সাধারন জনগন। ফলে দুই মাস থেকে ১০ টাকা কেজি দরে চাল কেনা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাটির ২৫ হাজার হতদরিদ্র পরিবার। তবে উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান সংবাদকর্মীদের কাছে আশা ব্যক্ত করে বলেন চলতি মাসের যে কোন দিন এ কর্মসূচির উদ্বোধন করা হবে খাদ্য অফিস সূত্র জানায়, পৌরসভা বাদ দিয়ে ১১ টি ইউনিয়নে ২৫ হাজার ২০৩ জন হতদরিদ্রের মাঝে ১০ টাকা কেজি দরে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত খাদ্য বান্ধব কর্মসূচির চাল  বিতরন করা হবে।  কিন্তু চেয়ারম্যানদের তালিকা প্রনয়নে  অসঙ্গতি ও ডিলার নিয়োগে বিলম্ব হওয়ায় উপজেলাটিতে কর্মসূচি উদ্বোধন বা হতদরিদ্ররা সরকারের খাদ্য বান্ধব সুবিধা হতে বঞ্চিত হচ্ছে। সম্প্রতি ডিলার নিয়োগ প্রক্রিয়া শেষ হলেও ইউপি চেয়ারম্যানগণ দুই মাসেও পুর্ণাঙ্গ তালিকা জমা দিতে পারেননি। বুধবার এ রিপোর্ট লেখা পর্যন্ত শিমুলবাড়ীসহ ৫টি ইউনিয়ন চেয়ারম্যান তাদের তালিকা জমা দিয়েছেন বলে সংশি¬ষ্ট খাদ্য অফিস সূত্রে জানা যায়। একদিকে সরকারের এ কর্মসুচিতে কঠোর নির্দেশনা, অপরদিকে জনপ্রতিনিধিদের সুবিধা হাসিল না হওয়ায় বিলম্বের মূল কারণ বলে মনে করছেন উপজেলাটির সচেতন মহল। ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোকনুজ্জামান খোকন ও ধর্মপাল ইউনিয়ন চেয়ারম্যান জামিনুর রহমান জানান, স্বচ্ছতার জন্য তদন্ত করে কার্ড ইস্যু করতে দেরি হওয়াই এর মূল কারন। উপজেলা খাদ্য কর্মকর্তা রেজাউল করিম জানান,' নিয়োগকৃত ডিলারদের অনিয়ম-অসঙ্গতি ধরা পরলে ছাড় দেওয়া হবেনা। বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, তালিকা প্রণয়নের ক্ষেত্রে চেয়ারম্যানদের অসহযোগীতা ছিল'। উপজেলা নির্বাহী অফিসার মুহ:রাশেদুল হক প্রধান বলেন,'এ মাসের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে খাদ্যবান্ধব কর্মসূচি উদ্বোধন করা হবে'। তিনি আরও জানান সরকার ঘোষিত খাদ্যবান্ধব কর্মসূচীতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।

পুরোনো সংবাদ

নীলফামারী 8331676555819579031

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item