চিলাহাটিতে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা পরকীয়া প্রেমে জনতার হাতে আটক,গনধোলাই।

এ,আই পলাশঃ

নীলফামারীর ডোমার চিলাহাটিতে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত অবস্থায় গ্রামীন ব্যাংক কর্মী আটক, গণধোলাইয়ের শিকার। ঘটনাটি ঘটেছে,  উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি এলাকার সাহাপাড়া গ্রামে। সরেজমিনে জানাযায়, ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের উত্তর সুন্দখাতা উলোটপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে ও চিলাহাটি ব্রাঞ্চের গ্রামীন ব্যাংকের মাঠ কর্মী আনোয়ারুল ইসলাম(৩৫) উক্ত গ্রামের ৩৪নং কেন্দ্রের ঋণগ্রহীতা এক প্রবাসীর স্ত্রীর বাড়ীতে প্রায় দিনই কিস্তি উত্তেলনের ছলে রাত বেরাতে আসা যাওয়া করতো। ঘটনার দিন ১৬ সেপ্টেম্বর রবিার রাত ৮টায়  প্রবাসীর বাড়ী যায়। এসময় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক কাজে লিপ্ত থাকা কালীন বিবস্ত্র অবস্থায় তাদের দুজনকে আটক করে গণধোলাই দেয় এলাকাবাসী। জনরোস থেকে বাঁচাতে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থল থেকে গ্রামীন ব্যাংক কর্মী আনোয়ারুলকে আটক করে থানায় নিয়ে হাজতখানায় আটকে রাখে। পরদিন সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেড মোছাঃ সাবিহা সুলতানার কাছে হাজির করলে তিনি ভ্রাম্যমান আদালত বসিয়ে মামলা নং-১১৯ দায়ের করে, দন্ড বিধি ৫০৯ ধারা তোতাবেক ২হাজার টাকা জরিমানা করেন। এলাকাবাসী জানান, মহিলাটির স্বামী প্রবাসে থাকার সুযোগকে কাজে লাগিয়ে দির্ঘদিন ধরে তারা অবৈধ মেলামেশা করে আসছে। গ্রামীন ব্যাংক ম্যানেজার আবুল হাসেমকে একাধীকবার মৌখিক ভাবে অভিযোগ করেও তিনি বিষয়টি কর্ণপাত না করায় এমনটি হয়েছে। আনোয়ারুল একজন লম্পট ও দূশচরিত্রহীন ব্যাক্তি সে এলাকায় থাকলে নোবেল বিজয়ী গ্রামীন ব্যাংকের মান ব্যাহত  হবে বলে তারা জানান। তার অপসারণের জোর দাবী জানান এলাকাবাসী।     

পুরোনো সংবাদ

নীলফামারী 6850575203086399389

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item