দিনাজপুরে পিডিবিএফ’র প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
পিডিবিএফ দিনাজপুর অঞ্চলের সকল কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহনে ১৫ অক্টোবর শহরের উপশহরস্থ দিনাজপুর উপ-পরিচালক কার্যালয়ের সম্মুখ সড়কে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরূদ্ধে এক প্রতিবাদ সমাবেশ অনুুষ্ঠিত হয়েছে।
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মাহাবুবুর রহমানের বিরূদ্ধে যমুনা টিভিতে বার বার ষড়যন্ত্রমূলক অপপ্রচার এবং গত ৭ অক্টোবর একই টিভিতে প্রচারিত টিআইবি’র ট্রাষ্টি বোর্ড সদস্য এম হাফিজউদ্দীন কর্তৃক পিডিবিএফ সম্পর্কে বিরূপ মন্তব্যের প্রতিবাদে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপ-পরিচালক আব্দুস সাত্তার মল্লিক। বক্তব্য রাখেন উর্ধ্বতন সহকারী পরিচালক মোছাঃ শিরিন আফরোজ, উর্ধ্বতন সহকারী পরিচালক ও পিডিবিএফ অফিসার্স এসোসিয়েশন দিনাজপুর অঞ্চলের সিনিয়র সহ-সভাপতি মোঃ রেজাউল করিম সরকার, উর্ধ্বতন সহকারী পরিচালক (অডিট) মোঃ মোজাফফর হোসেন, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা ও পিডিবিএফ অফিসার্স এসোসিয়েশন দিনাজপুর অঞ্চলের সাধারণ সম্পাদক অমর কুমার সরকার, উর্ধ্বতন মাঠ কর্মকর্তা ও সিবিএ দিনাজপুর অঞ্চলের সভাপতি হায়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর ইসলাম বাপ্পী, উর্ধ্বতন উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, আব্দুল বাসেদ, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আইয়ুব আলী, হিসাব কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, সহকারী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মাহফুজা বেগম, মাঠ সংগঠক ফরিদুর রহমান প্রমূখ। বক্তাগণ পিডিবিএফ’র বিরূদ্ধে ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানান এবং ষড়যন্ত্রকারীর বিরূদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। সেই সাথে পিডিবিএফ’র বিরূদ্ধে অপপ্রচার বন্ধ করার জন্য যমুনা টিভি কর্তৃপক্ষের প্রতি আহবান জানানো হয়। পিডিবিএফ রক্ষায় পিডিবিএফ বোর্ড অব গভর্ণরস এর সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিবসহ দেশের সকল বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করা হয়।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1619092430939414191

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item