দিনাজপুরে বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
সারা বিশে^র ন্যায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে দিনাজপুর জেলাতেও বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০১৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে ১৫ অক্টোবর শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ১১টায় দিনাজপুর শিশু একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাদাছড়ি বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আবু রায়হান মিঞা। দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক ষ্টিফেন মর্মু। “সাদাছড়ি হোক আত্মনিভর্রশীলতার প্রতীক” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এবং স্থানীয় ৩৬ টি স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠন সমূহের সহযোগিতায় আলোচনা সভায় সমাজসেবা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর) মোঃ আসাদুজ্জামান আসাদ, বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের নির্বাহী সদস্য সাবেক প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, দিশারী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মতিউর রহমান, পল্লীশ্রী’র প্রোগ্রাম ম্যানেজার সুরাইয়া আক্তার, উত্তরণ প্রতিবন্ধী সংস্থার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন সমন্বিত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষা কার্যক্রমের রিসোর্স পার্সন রাজীব কুমার বাগচী। সার্বিক তত্বাবধানে ছিলেন জেলা সমাজসেবা অফিসের অফিস সহকারী গোলাম রব্বানী।

পুরোনো সংবাদ

দিনাজপুর 705109536974292907

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item