ডিমলায় তিস্তার নৌকা ডুবির চারদিন পর পাওয়া গেল কৃষকের লাশ

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা প্রতিনিধিঃ

তিস্তা নদীতে নৌকা ডুবির চারদিন পর পাওয়া গেল কৃষক  মকবুল হোসেন (২৮) এর লাশ । শুক্রবার (১৪ অক্টোবর)দুপুরে লাশ  উদ্ধার করা হয়। উপজেলার পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান জানান, গত মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে তিস্তা নদীতে নৌকাডুবি ঘটনায় নিখোঁজ হন কৃষক মকবুল হোসেন। এরপর থেকে স্থানীয়রা চেষ্টা করে তাকে উদ্ধারে ব্যর্থ হয়। সন্ধ্যায় রংপুর দমকল বাহিনীর চার সদস্যের ডুবুরি দল এসে চেষ্টা চালায়। কিন্তু অন্ধকার এবং নদীর ¯্রােতে উদ্ধার অভিযান বন্ধ থাকে ওই রাতে। পরদিন বুধবার সকাল থেকে চেষ্টা করে নিখোঁজ কৃষকের সন্ধান মেলাতে না পেরে বিকেলে উদ্ধার অভিযান সমাপ্ত করেন ডুবুরিদলের সদস্যরা। এরপর বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসি চেষ্টা চালিয়ে দুপুর পর্যন্ত তার সন্ধান মেলাতে ব্যর্থ হয় ।শুক্রবার সকাল সোয়া এগারটায় স্থানীয়রা  নৌকাডুবির স্থানে লাশ ভেসে থাকতে দেখে তাকে খবর দেন।তিনি  উপজেলা নির্বাহী  অফিসার রেজাউল করিম এবং ডিমলা থানাকে বিষয়টি  অবগত করলে ডিমলা থানা দুপুরে লাশ উদ্ধার করে।তিনি আরও জানান জেলা প্রশাসক জাকীর হোসেন লাশ দাফনের জন্য২০ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5373009103247537716

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item