সৈয়দপুরে রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষে টিফিন বক্স বিতরণ

 তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের রাজ্জাকিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল (বুধবার) বিকেলে শহরের হাতিখানা এলাকায় বিদ্যালয় চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ওই টিফিন বক্স বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার, মোছা. শরিফা আখতার, মুশারাত জাহান মিলি, সাংবাদিক এম ওমর ফারুক ও তোফাজ্জল হোসেন লুতু।
 এতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি(এসএমসি) মো. জুলফিকার রহমান হেলাল সভাপতিত্ব করেন ।
 অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.শামসুল আলম।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক, বানিয়াপাড়া সরকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইলিয়াছ প্রমূখ।
গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মোছা. শাহানা বিলকিছ ও শারমিন সুলতানা।
পরে প্রধান অতিথি ইউএনও আবু ছালেহ মো. মুসা জঙ্গী শিক্ষার্থীদের হাতে একটি করে নতুন টিফিন বক্স তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, শিক্ষা হচ্ছে মানুষের অগ্রগতির একটি বড় হাতিয়ার। প্রাতিষ্ঠানিক শিক্ষারও একটি  নির্দিষ্ট সময়, সুযোগ রয়েছে। আর  বর্তমান সরকার  প্রাথমিক শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। এর অন্যতম একটি হচেছ সরকারীভাবে শিক্ষার্থীদের হাতে বছরের শুরুতেই বিনামূল্যে নতুন বই তুলে দেয়া হচ্ছে।  এছাড়াও রয়েছে উপবৃত্তি, মিড ডে মিল প্রভূতি।
অনুষ্ঠানে  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মো. সাইদুল ইসলামসহ আমন্ত্রিত অতিথি,শহরের বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকা,সুধীজন ও শিক্ষার্থী  এবং তাদের মায়েরা উপস্থিত ছিলেন।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2426708430403280031

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item