সৈয়দপুরে রহমতউল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

 বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখা নীলফামারীর উদ্যোগে সৈয়দপুর শহরের রহমতউল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল (মঙ্গলবার) বেলা সাড়ে ১১টায়  উক্ত স্কুল ব্যাংকিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মোঃ আহসান হাবিব।
বিশেষ অতিথি ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ মুশারাত জাহান মিলি।
 রহমতউল্লাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি মোঃ মহসিন মন্ডল মিঠু অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের সৈয়দপুর শাখা ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছাঃ হাফিজা খাতুন প্রমূখ।
এই উদ্বোধনী অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার সহকারী কর্মকর্তা মোঃ সাজেদুজ্জামান।
অনুষ্ঠানে বেসিক ব্যাংক লিমিটেড সৈয়দপুর শাখার কর্মকর্তা মোঃ সামছুল হক, মোঃ মেসবাহুল ইসলাম, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য, সুধীজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের হিসাব নম্বর খুলে স্কুল ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
 প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের নির্দেশেনায় সারাদেশে বিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের তাদের শিক্ষা জীবন থেকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। ৬ থেকে ১৮ বছর বয়সী স্কুল পড়–য়া শিক্ষার্থীরা এ ব্যাংক হিসাব খুলতে পারবে। শিক্ষার্থীরা ব্যাংকের শাখা নির্ধারিত সময়ে ও অনলাইনে ব্যাংকিং সেবা পাবে। আর তাদের জমাকৃত টাকার উপর ৫% হারে লভ্যাংশ পাবে। হিসাব নম্বর খোলার পর শিক্ষার্থীদের চেক বই ও এটিএম ডেবিট কার্ড দেয়া হবে। আর  শিক্ষার্থীরা সরকার কর্তৃক প্রদত্ত উপবৃত্তির টাকাও এই হিসাবে জমা করতে পারবে।        

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 8098462265915846893

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item