সৈয়দপুরে ভিজিএফ কার্ড আছে-অথচ চাল পায়নি দুস্থরা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১০ সেপ্টেম্বর॥ 
  সৈয়দপুর উপজেলার  গরিব ও দুস্থ মানুষের জন্য বরাদ্দ করা চাল এখনো অনেকে পাননি। সরকারের দেয়া ঈদ উপলক্ষ্যে বিশেষ ভিজিএফ কার্ড নিয়ে এসব গরিব ও দুস্থ মানুষ জনপ্রতিনিধি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে ভিড় করছে ।
জানা যায় সৈয়দপুর উপজেলার ৫ ইউনিয়নের জন্য ৪৩ হাজার ৬৮৩জনের বিপরিতে ৪৩৬ দশমিক ৮৩০ মেট্রিক টন ও  সৈয়দপুর পৌরসভার ১৫ ওয়াডের জন্য চার হাজার ৮১০ জনের জন্য  ৪৬ দশমিক ২১০ টন চাল বরাদ্দ দেয়া হয়। কাডধারীরা বিনামুল্যে চাল পাবে ১০ কেজি করে।
গত মঙ্গলবার হতে শুক্রবার পর্যন্ত  প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় এসব চাল বিতরণ শেষ করা হয়। বিতরনের নিয়ম ছিল প্রতি ৫জন কাডধারী ৫০ কেজি ওজনের প্যাক করা চালের বস্তা পাবে। তারা নিজেরা ওই চাল ১০ কেজি করে ভাগ করে নেবে। অভিযোগ ১০ কেজি চালের পরিবর্তে দেওয়া হয় ৬ থেকে ৭ কেজি। প্লাস্টিকের বালতিতে চাল মেপে দেওয়া হয়েছে।  উপজেলার কামারপুকুর ইউনিয়নে ৪ শতাধিক গরিব ও দুস্থ মানুষ এখনো চাল না পেয়ে ঘোরাঘুরি করছেন।কামারপুকুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ফজলুল হক বলেন, চাল বিতরণে ঘাটতি পড়ায় ওই অবস্থার সৃষ্টি হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 758570036352693198

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item