পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১১ লাখ টাকা ছিনতাই-অপহরণ,মাইক্রোবাসসহ আটক-৫!

মামুনুর রশীদ মেরাজুল, পীরগঞ্জ (রংপুর) থেকেঃ

পীরগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে ১১ লাখ টাকাসহ এক ব্যবসায়ীকে মাইক্রোবাসযোগে অপহরন করার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার আনুমানিকবিকেল সাড়ে ৩ টায় উপজেলার পীরগঞ্জ-খালাশপীর সড়কের চৌরাহাটের সন্নিকটে ওই ঘটনা ঘটে।প্রায় ২ ঘন্টার মধ্যে অপহরণের কাজে ব্যবহৃত মাইক্রোবাসসহ ৫ দূর্বৃত্তকে পুলিশ আটক করে। এ সময় অধ অপহৃত ব্যবসায়ী হাফিজুর রহমানকে টাকাসহ উদ্ধারপূর্বক চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে, উপজেলার বড়আলমপুর ইউনিয়নের উজিরপুর গ্রামের বিশিষ্ট পাট ব্যবসায়ী হাফিজুর রহমান (৩৬) গতকাল বিকেলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ এর পীরগঞ্জ শাখা থেকে ১১ লাখ টাকা উত্তোলন করে মোটর সাইকেলযোগে বাড়ী ফিরছিল। এ সময় একটি সাদা মাইক্রোবাসে করে ডি.বি পুলিশের এপ্রোন পরিহিত ছিনতাই ও অপহরনকারী দল তার পিছু নেয়। অপহরনকারীরা পীরগঞ্জ-খালাশপীর সড়কের চৌরাহাটের সন্নিকটে ওই ব্যবসায়ীর পথরোধ করে মাইক্রোবাস থেকে ২ জন অপহরনকারী (ডিবি পুলিশের এপ্রোন পরিহিত) নেমে মোটরসাইকেল থেকে ব্যবসায়ী হাফিজুরকে নামিয়ে নিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। এসময় উপস্থিত এলাকাবাসি এগিয়ে আসলে তাদেরকে দুর্বৃত্তরা নিজেদেরকে ডি.বি পুলিশের পরিচয় দিয়ে পিস্তল উচিয়ে ধরে গুলি করার হুমকি দিলে জনগন পিছু হটে। এ সুযোগেদুর্বৃত্তরা ওই ব্যবসায়ীকে মারপিট করে অস্ত্র ব্যবসায়ী বলে জোরপুর্বক টেনেহিচড়ে মাইক্রোবাসে তুলে নিয়ে খালাশপীরের দিকে চম্পট দেয়। খবর পেয়ে পীরগঞ্জ থানার ওসি রেজাউল করিম মিঠাপুকুর থানা পুলিশের সহায়তায় মিঠাপুকুরের শাল্টি গোপালপুর বাজার থেকে মাইক্রোবাসসহ ৫জনকে আটক করে। এরা হলো-মাদারীপুর জেলার সদর উপজেলার শিরখাড়া গ্রামের ইসলাম হাওলাদারেরপুত্র ইউসুব হাওলাদার (২৬), বরিশালের সদর উপজেলার ডেফুলিয়া গ্রামের আব্দুস ছাত্তারের পুত্র হুমায়ন কবির (৩২), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলক গ্রামের মৃ-আব্দুল ওয়াহাবের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), ভোলা জেলা সদরের বাংলাবাজার গ্রামের মৃ-শফিকুল ইসলামের পুত্র সাব্বির আলী (১৮), চাঁদপুরের মতলব উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মৃ-নেওয়াজ আলী প্রধানের পুত্র মোহন প্রধান (৩৩)। ওসি রেজাউল করিম জানান‘ বিষয়টি জানার সাথে সাথেই পার্শ্ববতী মিঠাপুকুর থানা পুলিশ ও জনতার সহযোগিতায় মিঠাপুকুরের শাল্টি গোপালপুর থেকে আটক করা হয়।তিনি আরো জানান‘ ওই মাইক্রোবাসের ভীতেরে এবং বাহিরে দুই ধরনের নাম্বার ব্যবহার করা হয়। একটি হলো-ঢাকা মেট্রো চ-১১-৫৪৮০ অপরটি হলো ঢাকা মেট্রো চ-১৫-১১৩০। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 4685739519089444396

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item