পাগলাপীরে ভয়াবহ লোডশেডিং এর গ্যাড়াকলে শিক্ষার্থী সহ ব্যবসায়ীরা দিশেহারা

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরের বিভিন্ন স্থানে রংপুর পবিস- ২ এর ভয়াবহ লোডশেডিং এ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণীর পেশাজীবি মহল অতিষ্ট হয়ে পড়ছে। বিশেষ করে লোডশেডিং এর গ্যাড়াকলে অঞ্চলের প্রাণকেন্দ্র রংপুর পবিস-২ এর সদর দপ্তর এলাকা পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক শিক্ষার্থী দিশেহারা হয়ে পড়ছেন বলে অভিযোগ উঠেছে। জানাগেছে পাগলাপীর বন্দর সহ অঞ্চলে প্রায় মাস জুড়ে রংপুর পল¬ীবিদ্যুৎ সমিতি ২ এর ঘন ঘন লোডশেডিং চলছে। বিদ্যুৎ এর লুকোচুরি খেলায় পাগলাপীরসহ অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষুদ্র শিল্প কলকারখানা গুলি স্থবির হয়ে পড়ায় শ্রমিকরা আত্মমানবতার মধ্যে জীবন যাপন করলেও সুবিধাজনক বেচাবিক্রি করতে না পারায় পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবাসায়ী মালিকরা তাদের ব্যবসা বানিজ্য নিয়ে পড়েছেন বিপাকে। এমনিতে অঞ্চলজুড়ে প্রচন্ড খরা রৌদ্র ভ্যাপসা গরম ও অতিরিক্ত তাপমাত্রা বিরাজ করছে তার উপর পল¬ী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং এ ব্যবসায়ী সহ শিক্ষার্থীরা অতিষ্ট হয়ে পড়ছেন। তাই এ অবস্থার পরিত্রান  থেকে পাগলাপীর অঞ্চলের ভুক্তভোগী মহল নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর পবিস- ২ এর কর্তৃপক্ষের দৃষ্টিকামনা করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 2110508940636083648

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item