পাগলাপীরে ঈদ উৎসবকে ঘিরে ভেজাল হলুদের রমরমা বানিজ্য

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
আসন্ন পবিত্র ঈদুল আযহা উৎসবকে ঘিরে রংপুরের পাগলাপীরে বিভিন্ন হাটবাজারে চলছে নি¤œমানের ভেজাল মিশ্রিত হলুদের রমরমা বানিজ্য। জানাগেছে পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে নি¤œমানের ভেজাল মিশ্রিত তরকারীতে খাওয়া হলুদ দেদারছে বিক্রি হচ্ছে। বিশেষ করে পাগলাপীরের হরকলির হাটে প্রতি শুক্র ও মঙ্গলবার এইসব ভেজাল মিশ্রিত হলুদের রমারমা বানিজ্য চলছে। অভিযোগ উঠছে এক শ্রেনীর অসাধু ব্যবসায়ীরা হলুদের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে অল্প পুজিতে অধিক লাভের আশায় দেশের বিভিন্ন স্থান হতে নি¤œ মানের হলুদ আমদানী করে হাটবাজার গুলোতে সয়লাব করে ফেলেছে। অভিযোগ উঠছে এইসব নি¤œ মানের ভেজাল মিশ্রিত হলুদ ভুক্তভোগী মানুষজন তরকারীতে রান্না করার পর তরকারীর রং ফ্যাকাশে ও চড়া হয়। ফলে এইসব নি¤œ মানের হলুদের তরকারী খেলে মানুষজন পেটের পীড়া কলেড়া ডায়রিয়া সহ নানা জটিল রোগে আক্রান্ত হয়ে পরার আশঙ্কা করছেন। জানা যায়, পাগলাপীর সহ অঞ্চলের বিভিন্ন হাটবাজারে ব্যবসায়ীরা প্রতি কেজি হলুদ ১৫০ টাকা, ও খুচরা ২০০ টাকা দরে বিক্রি করছেন।

পুরোনো সংবাদ

রংপুর 6160776220876403858

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item