পাগলাপীরে স্থানীয়দের অর্থায়নে লাহেড়ীরহাট শ্যামপুর সড়কের সংস্কার কাজ চলছে

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ, এই গ্রাম্য প্রবাদকে সামনে রেখে রংপুরের পাগলাপীরে স্থানীয় বিত্তবানদের সহযোগীতা ও অর্থায়নে লাহেড়ীরহাট শ্যামপুর পাগলাপীর সড়কের সংস্কার কাজ চলছে। সোমবার সকাল থেকে সড়কের জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়ক হতে হাসি শিশু শিক্ষালয় ৫শ ফিট পর্যন্ত সংস্কার কাজ চলছে বেহাল ভগ্ন দশা সড়কের। পাগলাপীরে বিশিষ্ট ব্যবসায়ী  সমাজ সেবক শিক্ষানুরাগী মোঃ রফিকুল ইসলাম মাস্টার , মোঃ আব্দুল অহেদ, মকবুল হোসেন, ইয়াকুব আলী, আব্দুর রব সরকার দুদু, আতিয়ার রহমান, জয়নাল মেম্বার, রফিকুল ইসলাম (রফিকুল ঢাঙ্গা), শিশু, মুকুল, কালাম, বাবু দাড়িয়া, ইলিয়াছ মেম্বারসহ স্থানীয় বিত্তবান সহ সড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের মালিক চালকদের অর্থায়নে সড়কটির কার্পেটিং খোয়া পাথর উঠে এক হাটু গর্ত বেহাল ভগ্ন গুলির চলছে সংস্কার কাজ। উক্ত স্থানে সড়কের সংস্কার প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। প্রথমদিনে উল্লেখিত ব্যক্তিদের উত্তোলনকৃত প্রায় ১ লক্ষ টাকা ব্যয় করা হয়েছে। বর্তমানে সড়কের গর্তে ট্রাক দিয়ে বালু ফেলানো হয়েছে। আজকালের মধ্যে সেখানে ইটের খোয়ার ডাস্ট ফেলানো হবে। ইতিমধ্যে স্থানীয়দের অর্থায়নে সংস্কারের ফলে সন্ধ্যার পর সড়কটি দিয়ে নিবিঘেœ বিভিন্ন যানবাহন চলাচল করতে পারছে। জানাগেছে পাগলাপীর লাহেড়ীর শ্যামপুর সড়কটি জেলার একটি জনগুরুত্বপুর্ণ সড়ক। অত্যন্ত দুঃখজনক সড়কটির জিরো পয়েন্ট পাগলাপীর বন্দরেরন হাইওয়ে সড়ক হতে হাসি শিশু শিক্ষালয় ৫শ ফিট পর্যন্ত সড়কটির বিভিন্ন স্থানে কার্পেটিং পাথর খোয়া উঠে এক হাটু গর্তের সৃষ্টি হয়ে পড়ছে। কোথাও কোথাও কোমড় পর্যন্ত গর্তের সৃষ্টি হয়ে পড়ায় বর্ষা ভরা মৌসুম পুকুর জলাশয় ডোবা নালায় পরিণত হয়ে পড়েছে। এর ফলে সড়কটিতে বাস কোর্স ট্রাক কার মাইক্রো রিস্ক্যা ভ্যান চলাচল বর্তমানে অযোগ্য হয়ে পড়েছে।  তবুও প্রয়োজনের তাগিদে বিভিন্ন যানবাহন প্রতিনিয়ত চলাচল করতে গিয়ে ছোট বড় দুর্ঘটনা সহ নানা অপ্রতিকর ঘটনার শিকার হচ্ছেন। বিশেষ করে গত ২৪ শে সেপ্টেম্বর সড়কের পাগলাপীর অরবিট স্কুল এন্ড কলেজ গেটের সামনে একটি গরু ভর্তি ভটভটি উল্টে মহুবার নামে একচালক নিহত হয়েছেন। ভটভটি চালক মহুবার নিহতের ঘটনা ছড়িয়ে পড়লে এলাকা সহ সড়কে চলাচল রত বিভিন্ন মহলে বিরাজ করে মৃত্যুর আতঙ্ক। তাই মৃত্যু কিংবা প্রাণহানি ঘটনার কবল থেকে রক্ষায় পাগলাপীরের উল্লেখিত বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শিক্ষানুরাগী সহ বিত্তবানদের এই মহতি উদ্যোগ গ্রহনে নিজ অর্থায়নে সংস্কার করছেন সড়কটির বেহাল ভগ্নদশাগুলো। উল্লেখ্য পাগলাপীর লাহেড়ীর হাট শ্যামপুর সড়কের বেহাল ভগ্ন দশা গুলো সংস্কার দাবীতে ইতিপূর্বে  দৈনিকযুগের আলোয় এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশিত হলে অবশেষে রংপর সদর উপজেলা প্রশাসন গত ২০১৫ইং সালের নভেম্বর ডিসেম্বর মাসে উক্ত সড়কটির বেহাল ভগ্ন দশাগুলির সংস্কারের উদ্যোগ গ্রহন করেন। সেই মোতাবেক চলতি বছরের ফেব্রুয়ারী মার্চ মাসে সড়কটির সংস্কার কাজ শুরু হয়। কিন্তু সড়কের সংস্কার কাজ  শুরু হতে না হতে লোকসানের ভয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি বন্ধ করে চলে যায়। এর ফলে আবারো পাগলাপীর বাসী সহ সড়কে চলাচলরত বিভিন্ন মহলে চোখের  ঘুম হারাম হয়ে যায়।  অবশেষে আবারো মাস দেড়েক পূর্বে আগস্ট মাসে সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমান সড়কের উক্ত স্থানের বেহাল ভগ্নদশা গুলি পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্থানীয় সহ সড়কে চলাচলরতদের উদ্যোশ্যে প্রতিশ্রুতি দেন আগামী এক দেড় মাসের সংস্কার কাজ পুনরায় শুরু হবে। কিন্তু তার প্রতিশ্রুতি দেড় মাস শেষ হলেও আজ পর্যন্ত গ্রহন করা হয়নি সড়কটির সংস্কার কাজ। অথচ সড়কটি সংস্কারের অভাবে গত ২৪ শে সেপ্টেম্বর মহুবার নামে এক ভটভটি চালকের প্রাণ চলে গেল আমাদের মাঝ থেকে। অপরদিকে এ বিষয়ে সদর উপজেলা  নির্বাহী অফিসার মোঃ জিয়াউর রহমানের সঙ্গে এ প্রতিনিধির কথা হলে  তিনি সড়কের সংস্কার কাজে বিত্তবানদের এগিয়ে ্আসায় উপজেলা প্রশাসনের পক্ষথেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সেই সঙ্গে আনন্দের সঙ্গে পাগলাপীর বাসীকে জানান খুব শীঘ্রই সড়কটি সংস্কার কাজ শুরু  হবে। আশা করি সড়কটি সংস্কার হলে পাগলাপীরের সাধারণ মানুষসহ চলাচলরত যানবাহনের মালিক চালকদের দুর্ভোগ ও দুর্ঘটনার কবলে পড়তে হবে না।

পুরোনো সংবাদ

রংপুর 1900187178440100521

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item