সৈয়দপুরে মিস্ত্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

 সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে টিফিন বক্স বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার  বিকেলে বিদ্যালয়ের প্রাক প্রাথমিক শ্রেণী কক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. আহসান হাবিব, সহকারী উপজেলা  শিক্ষা অফিসার মোছা. শরীফা আক্তার ও মোছা. মুসারাত জাহান মিলি।বিদ্যালয় ম্যানেজিং কমিটির (এসএমসি) সভাপতি মেহেবুবা সিদ্দিকী এতে সভাপতিত্ব  করেন । অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. হালিমা খাতুন।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির(এসএমসি) সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,  সৈয়দপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাকির হোসেন বাদল ও এসএমসি’র সদস্য সাংবাদিক জিকরুল হক প্রমূখ।বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফেরদৌস সরকার গোটা অনুষ্ঠানটি উপস্থাপনা করেন।শেষে  অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী শিক্ষার্থীদের হাতে টিফিন বক্স তুলে দেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের তৃতীয় শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ১৫০জন শিক্ষার্থীকে একটি করে নতুন টিফিন বক্স বিতরণ করা হয়েছে।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মা অভিভাবক, আমন্ত্রিত অতিথি, সুধীজন, সাংবাদিক,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।একই দিন সকালে  সৈয়দপুর উপজেলার  ২ নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুমারগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং বিকেলে পৌরসভা এলাকার আমিনুল হক সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালুর লক্ষ্যে টিফিন বক্স ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়।   

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5130356068133382205

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item