নীলফামারীতে সেচযন্ত্রের সংযোগে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে কৃষক নিহত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১ সেপ্টেম্বর॥
নীলফামারীতে সেচপাম্পের সংযোগ নিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মজিদ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঘটনাটি জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের হরতকীতলা গ্রামে ঘটে। সে ওই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুরে আমন আবাদের জমিতে সেচ দেয়ার জন্য কৃষক আব্দুল মজিদ পল্লী বিদ্যুতের উচ্চ ভোল্টের তার থেকে সংযোগ নেয়ার চেষ্টা করছিলেন। এসময় বিদ্যুৎস্পৃষ্ঠ হলে তাকে উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।নীলফামারী সদর আধুনিক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আসিফ বলেন, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে নিহতের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির প্রশাসন বিভাগের সমন্বয়কারী তরফদার এনামুল হক বলেন, ওই সংযোগটি অবৈধ। হুকিং করে তার টানিয়ে সেখানে বিদ্যুৎ সংযোগে সেচযন্ত্র চালাতে গিয়ে দূর্ঘটনাটি ঘটেছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8372737048637564022

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item