জলঢাকায় শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত।

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় শনিবার সকালে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের আয়োজনে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিবেকা নন্দ মোহন্তের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রাশেদুল হক প্রধান। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন ওসি তদন্ত মফিজ উদ্দিন শেখ,  ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মান্নান, হিলু চৌধুরী, সহকারি অধ্যাপক মমিনুল ইসলাম মন্জু, প্রভাষক মইনুল ইসলাম প্রমুখ।
অন্যদিকে জলঢাকা আইডিয়াল কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কলেজের হলরুমে আলোচনা সভায় মিলিত হয়। প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্যে রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহিনুর হক, প্রভাষক রফিকুল ইসলাম, বদিউজ্জামান বাদল, রশিদুল ইসলাম, সিদ্দিকা ওহাব, শারমিন মিলন, রিজভী আহমেদ শাওন ও জাকির হোসেন মুকুল প্রমুখ। এদিকে জলঢাকা কলেজের আয়োজনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোফাজ্জল হকের সভাপতিত্বে কলেজের শহীদ মিনার চত্বরে আলোচনা সভা করা হয়। এসময় বক্তব্যে রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটির সভাপতি আব্দুল গফফার,  ম্যানেজিং কমিটির সদস্য জসির উদ্দিন, আজগার আলী মাষ্টার,  অধ্যাপক আজিজুল ইসলাম, মনিবুর রহমান চৌধুরী,প্রভাষক আশরাফ আলী,  প্রমুখ। এছাড়াও বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ( বিএমআই)  কাজিরহাট পন্হাপাড়া আদর্শ আলিম মাদরাসা, জলঢাকা মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়, গুলমুন্ডা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, রাজারহাট কাবাদীয়া আর এম আলিম মাদরাসা সহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে সমাবেশ আয়োজনের খবর পাওয়া গেছে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 467654871110565361

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item