ডোমারের গোমনাতী শহীদ জিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ
জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সচেতনতা সৃষ্টি ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষে নীলফামারী জেলার ডোমার উপজেলার গোমনাতী শহীদ জিয়া বালিকা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় চত্বরে জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী এক সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩ সেপ্টেম্বর) সকালে অভিভাবক মোঃ রবিউল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন চৌধুরী,ইমাম হাফেজ মোঃ রফিকুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।সভাপতি তার বক্তব্যে বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের কোনো ধর্ম ও জাত নেই। নীতিভ্রষ্ট মানবতাবিরোধী এ জঙ্গিদের রুখতে সমাজের বিবেকবান মানুষদেরকে স্ব-স্ব এলাকায় সচেতনতা সৃষ্টি করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানে নজরদারি বাড়াতে হবে। প্রধান শিক্ষক অভিভাবকদের আরো সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন,দেশ বর্তমানে জঙ্গিবাদের মুখোমুখি। আমাদের তরুণ ছেলে-মেয়েদের টার্গেট করা হচ্ছে জঙ্গি বানানোর জন্য।সভায় বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 5496561805886902702

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item