রিশার খুনিকে গ্রেফতারে সহায়তাকারী দুলাল কে পুরস্কৃত করবে পুলিশ।

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

ঢাকার উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী সুরাইয়া আক্তার রিশার হত্যাকারী ওবায়দুল হককে ডোমারে গ্রেফতারে সহায়তাকারী মাংস বিক্রেতা দুলাল পুলিশের পক্ষ থেকে পুরস্কৃত হতে যাছে। গতকাল সকালে ডোমার থানা অফিসার ইনচার্জ রাজিউর রহমান রাজু তার কার্যালয়ে স্থানীয় গণমান্যব্যাক্তি ও সাংবাদিকদের সাথে আলাপ কালে বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৬ সেপ্টেম্বর ডোমার থানায় ওপেন হ্উাস ডে অনুষ্ঠানে খুনি ওবায়দুলকে গ্রেফতারে সহায়তাকারী দুলালকে পুরস্কৃত করা হবে। তিনি আরো জানান, চাঞ্চল্যকর রিশা হত্যা মামলার আসামী ওবায়দুলকে ধরতে র‌্যাব, পুলিশ, ডিএমপি পুলিশ সকলে অক্লান্ত পরিশ্রম করেছে, তবে দুলাল যা করেছে তা সত্যিই প্রশংসারদাবী রাখে। জঙ্গিবাদ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষের অংশগ্রহনকে উৎসাহিত করতেই মূলত এ আয়োজন বলে জানিয়েছেন তিনি।  এতে প্রধান অতিথি হিসাবে জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান উপস্থিত থাকবেন। উল্লেখ্য গত ৩১শে আগষ্ট ডোমারের হরিনচড়া গ্রামের আফতাব উদ্দিনের ছেলে মাংস বিক্রেতা দুলাল হোসেন সকাল সাড়ে ৭টার দিকে রিশার খুনি ওবায়দুলকে সোনারায় বাজারে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাৎক্ষনিকভাবে ডোমার থানার এসআই ফজলু হককে মোবাইল করে  খবরটি জানালে ডোমার থানার পুলিশ এসে তাকে গ্রেফতার করে। এরপর ঘটনাস্থলে আসে র‌্যাব, ডিএমপি পুলিশ। ঠিক সেই দিনই ডোমার থানা পুলিশ ওবাইদুলকে ডিএমপি পুলিশের কাছে হস্থান্তর করলে তারা ওবায়দুলকে ঢাকায় নিয়ে যায়।

পুরোনো সংবাদ

নীলফামারী 3095067757821721717

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item