জলঢাকা পৌরসভা উন্নয়নে বাঁধা কয়েকজন কাউন্সিলর ॥ অভিযোগ পৌর মেয়রের

মর্তুজা ইসলাম, জলঢাকা, (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর জলঢাকা পৌরসভার উন্নয়নকে বাঁধার সৃষ্টি করছেন কয়েকজন কাউন্সিলর। এমন অভিযোগ করেছেন  পৌর মেয়রসহ অন্যান্য কাউন্সিলরগণ।অভিযুক্তরা হলেন ২ নং ওয়ার্ডের বিস্বজিৎ রায়, ৬ নং ওয়ার্ডের ফজলুল হক ( হালাই) , ৭ নং ওয়ার্ডের রহমত আলী, ৮নং ওয়ার্ডের রনজিৎ কুমার রায়, ৯ নং ওয়ার্ডের মহসিন আলী ও ১,২,৩ নং ওয়ার্ডের নারী কাউন্সিলর আফরোজা হাফিজ। সোমবার দুপুরে মেয়রের নিজ বাসভবনে নিয়মিত মতবিনিময় সভায় এসব অভিযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর হোসেন, ৪নং ওয়ার্ড কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, ৫নং ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক, ৪,৫,৬নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুমনা চৌধুরীর পক্ষে তার স্বামী ফজলুল করিম, ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাজেদা বেগমের পক্ষে তার স্বামী সাহাবুদ্দিনসহ সাংবাদিকবৃন্দ। মতবিনিময় সভায় পৌরমেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট ওইসব কাউন্সিলরের কাজের কঠোর সমালোচনা করে বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে যখন আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। পৌরসভার রাজস্ব আয় বাড়ার লক্ষ্যে হোল্ডিং ট্যাক্সসহ হাটবাজার ইজারার ন্যায্য মূল্য আদায় করছি। এসব উন্নয়নকে ব্যাহত করতে আমার পৌরসভার কয়েকজন কাউন্সিলর আমার বিরুদ্ধে উঠেপরে লেগেছে। এসব কাউন্সিলরা আমার পিতার সময়কালেও পৌরসভার উন্নয়নে বিরোধিতা করেছিল। তিনি আরও জানান, আমি নির্বাচিত হওয়ার মাত্র ৬ মাসে পৌরসভার আমূল পরিবর্তন এনেছি। রাস্তাঘাটসহ ড্রেনেজ ব্যবস্থার উন্নতি করছি। এ উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এসময় প্যানেল মেয়র ও ৩নং ওয়ার্ডের কাউন্সিলর রুহুল আমিন বলেন, সম্প্রতি মেয়রের বিরুদ্ধে গুটি কয়েক কাউন্সিলর যে অভিযোগ এনেছে তা ভিত্তিহীন। তাদের স্বার্থ হাসিল হচ্ছে না বলেই এসমস্ত অপপ্রচারে লিপ্ত হয়েছে কাউন্সিলরা। অভিযোগের বিষয়ে ৭নং ওয়ার্ড কাউন্সিলর রহমত আলী জানান, আমরা পৌরসভার উন্নয়নের বাধা সৃষ্টি করছি না। মেয়রের প্রশ্নবিদ্ধ কাজের সমালোচনা করছি মাত্র।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1028968279739597946

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item