ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া অনুমোদন

ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ এবং আদালত কর্তৃত মীমাংসিত কোনো বিষয়ে নিয়ে অনলাইনে অপপ্রচার বা মদদ দিলে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রাখা হচ্ছে আইনে। জিডিটাল নিরাপত্তা আইন ২০১৬ তে এই বিধান রাখা হয়েছে। আইনে অপরাধের সর্বনিম্ন শাস্তি তিন বছরের কারাদণ্ডের কথা বলা হয়েছে। কারাদণ্ডের পাশাপাশি এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়েছে আইনে।আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।তিনি বলেন, আইসিটি আইনে শাস্তির বিষয়ে অপর্যাপ্ততা থাকায় এই নতুন আইন করতে হয়েছে। এ আইনের আলোকে ডিজিটাল নিরাপত্তা এজেন্সি নামে একটি নতুন প্রতিষ্ঠান হবে। একজন মহাপরিচালক হবে এর প্রধান। এ আইনে ডিজিটাল, সাইবার সন্ত্রাস প্রতিরোধে সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ এক কোটি অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।তিনি আরও বলেন, আইসিটি অ্যাক্টের যেসব ধারায় অসামঞ্জস্য রয়েছে সেগুলো সমন্বয় করে ডিজিটাল নিরাপত্তা আইনে অন্তর্ভুক্ত করার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।শফিউল আলম বলেন, নতুন এ আইনে বিমান পরিচালনা নেটওয়ার্কে সাইবার অপরাধের জন্য সর্বোচ্চ ১৪ বছর এবং সর্বনিম্ন ২ বছর এবং সর্বোচ্চ এক কোটি অথবা উভয় দণ্ডের বিধান এবং কম্পিউটার ও মোবাইল সাইবার অপরাধে সর্বোচ্চ ৫ বছর এবং সর্বনিম্ন এক বছর এবং উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।এছাড়া বৈঠকে আবহাওয়া বিষয়ক আইন-২০১৬, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬,  বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬ এবং খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট আইন-২০১৬-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগে এগুলো অধ্যাদেশ আকারে পরিচালিত হতো।এর আগে নয়া এই আইন প্রণয়নের উদ্দেশ্য সম্পর্কে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ব্যক্তি,পারিবারিক এবং রাষ্ট্রীয় পর্যায়ে নিরাপদ ডিজিটাল সেবা নিশ্চিত করা এবং সাইবার অপরাধ দমনের জন্যই এ আইন প্রণয়ন করা হচ্ছে।’তিনি আরও বলেন, ‘গত কয়েক বছরে দেশে সামগ্রিক ব্যবস্থায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার ব্যাপকভাবে বেড়েছে। এ কারণে প্রযুক্তির নিরাপদ ব্যবহারের বিষয়টিও জরুরি হয়ে পড়েছে।’

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 6344775757367060802

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item