সৈয়দপুরে গবাদি পশুর নকল ঔষধ কারখানায় অভিযান॥ আটক দুই

বিশেষ প্রতিনিধি, ২৯ আগষ্ট॥
জেলার সৈয়দপুর শহরের আতিয়ার কলোনীর আপন ভিলা নামক একটি বাসায় মাকর্স এগ্রোভিট নামের গবাধীপশুর নকল ওষুধ কারখানার সন্ধ্যান পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে গোপন সংবাদের ভিক্তিত্বে সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ মো. মুসা জঙ্গীর নেতৃত্বে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ও পুলিশ ওই বাসায় অভিযান চালায়।
সৈয়দপুর থানার এসআই নজরুল ইসলাম জানান অভিযানে নকল ঔষধ ও ঔষধ তৈরীর সরঞ্জামাদী উদ্ধার ও দুইজন কর্মচারীকে আটক করা হয়। এরা হলো সৈয়দপুর উপজেলার ধলাগাছ দক্ষিন সোনাখুলী আজাদীপাড়া গ্রামের আব্দুর কুদ্দুসের ছেলে আমজাদ হোসেন(২৭) ও শহরের মিস্ত্রিপাড়া মহল্লার সিরাজুল ইসলামের ছেলে আরমান (২০)।
আটককৃতরা জানায়, নড়াইল জেলার মৃত. সহাদেব চন্দ্র বিশ্বাসের ছেলে সন্দীপ কুমার বিশ্বাস এই কারখানার মালিক। তিনি অভিযানের আগেই পালিয়ে যায়।
সৈয়দপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ রফিকুল ইসলাম জানান খয়রাত আলীর বাসা ভাড়া নিয়ে তারা গবাধী পশুর নকল ঔষধ তৈরী করে বাজার জাত করে আসছিল। এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে। 

পুরোনো সংবাদ

নীলফামারী 3071873698499431006

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item