পীরগাছায় বাঁধের রাস্তার গাছ কর্তন

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)ঃ

রংপুরের পীরগাছায় চিহ্নিত দূষ্কৃতকারী কর্তৃক অবৈধভাবে বাধেঁর দুধারের গাছ কর্তন সাপেক্ষে আত্মসাত করার অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার তাম্বুলপুর ও ছাওলা ইউনিয়নের চরাঞ্চলে ওয়াপদা বাধেঁর দুধারে গত ২০১১-১২ সালে সামাজিক বনায়নের মাধ্যমে দরিদ্র বিমোচন শীর্ষক প্রকল্পের অর্থায়নে ও রেঞ্জ অফিসের সহায়তায় ১৫ সিডলিং কিলোমিটার বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হয়। রোপনকৃত গাছ বাধঁ রক্ষাসহ শোভা বদ্ধন করছে। দীর্ঘদিন থেকে স্থানীয় একটি চক্র বড় বড় মাপের কিছু গাছ গোপনে রাতের আধারে কর্তন করে আত্মসাত করে আসছেন। এমনকি দূবৃত্তরা দিনেও সুযোগ বুঝে গাছ কর্তন করছেন বলে জানা যায়। গত ২৭ জুলাই বুধবার দিনে-দুপুরে রহমতচর গ্রামের মজির উদ্দিনের পুত্র মকবুল হোসেন বাধেঁর পশ্চিম পার্শ্বের ৪টি আকাশমনি গাছ কর্তন করে তার আত্মীয় স্বজন এর মাধ্যমে কৌশলে বাড়িতে নিয়ে যান। পরে স্থানীয়ভাবে খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তাসহ স্থানীয় ব্যাক্তিদের সহায়তায় কর্তনকৃত গাছ গুলি উদ্ধার করা হয়। কর্তনকৃত গাছ চারটির মূল্য প্রায় ৪০ হাজার হবে বলে জানা যায়।
এব্যাপারে গাছ কর্তন কারীর বিরুদ্ধে পীরগাছা থানায় মামলার প্রস্তুতি চলছে বলে একাধিক সুত্রে জানা যায়।

পুরোনো সংবাদ

রংপুর 1853235482776477478

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item