জঙ্গি শফিউলের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ

মোঃ আরিফ জাওয়াদ, দিনাজপুর:-
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিন জঙ্গি হামলা মামলার আসামি, ময়মনসিংহের নান্দাইলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার শফিউল ইসলামের লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। পরিবারের পক্ষ থেকে তার মা নাগিস সুলতানা শিউলি লাশ গ্রহণ করেন।

জানা যায়, ৪ঠা আগস্ট (বৃহস্পতিবার) রাত এগারো টায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শফিউরসহ দুই জঙ্গি নিহত হন।

ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তাকে আহতবস্থায় আটক করা হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

র্যাব-১৪ সদস্যরা হাসপাতালে চিকিৎসা শেষে হত্যা মামলার আসামি হিসেবে তাকে কিশোরগঞ্জ থানায় সোপর্দ করে। পুলিশ তাকে কিশোরগঞ্জে নিয়ে যাওয়ার পথে তার সহযোগিরা ছিনিয়ে নেওয়ার সময় বন্ধুকযুদ্ধের শফিউল নিহত হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে তার মায়ের কাছে লাশ হস্তান্তর করা হয়।

এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন এবং শফিউলকে যারা জঙ্গি বানিয়েছেন তাদের বিচার দাবি করেন। এদিকে বন্দুক যুদ্ধের ঘটনায় র্যাব বাদি হয়ে নান্দাইল থানায় তিনটি মামলা দায়ের করেছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2298186836287807138

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item