ডোমারের গোমনাতীতে জোড়া তালির উপর দাড়িয়ে আছে পাঙ্গা ব্রীজ।

নিজস্ব প্রতিনিধিঃ

ডোমারের গোমনাতীতে পাঙ্গা নদীর উপর জোড়া তালির উপর দাড়িয়ে আছে ৫১ বছরের পুরোনো পাঙ্গা ব্রীজ।পাঙ্গা ব্রীজটি এই এলাকার ডোমার-চিলাহাটী সড়কের আমবাড়িতে অবস্থিত।প্রতিদিন ভারী ট্রাক সহ প্রচুর যানবাহন চলাচল করে এই ব্রীজটির উপর দিয়ে।বিশেষ করে পশ্চিম পাড়ে এলাকার অন্যতম বড় হাট আমবাড়ি হওয়ায় সপ্তাহের মঙ্গল ও শুক্রবার  প্রচুর লোক ও যানবাহনের আসা যাওয়া হয় এই ব্রীজটির উপর দিয়ে।এলাকার প্রবীন ব্যাক্তিদের কাছ থেকে জানা যায়,ব্রীজটি তৈরী হয়েছিল ১৯৬৫ সালে।স্বাধীনতা যুদ্ধের সময় হানাদার বাহিনীর গতি পথ রুদ্ধ করতে মুক্তিযোদ্ধারা মাইন বিস্ফোরন করলে ব্রীজটির মাঝের অংশটি দেবে যায়।স্বাধীনতা উত্তর কালে এ অংশটুকু মেরামত করা হয়।পরবর্তী কালে ২০১১ সালে প্রবল বর্ষনে ব্রীজটির পশ্চিম অংশটি ভেঙ্গে পড়ে।এলাকার প্রধান সড়কের উপর বীজটি হওয়ায় সে সময় এই অংশটুকুতে একটি ঝুলন্ত ব্রীজ সংযোজন করা হয়।ফলে ব্রীজটি অদ্ভুত রূপ ধারন করে।একই ব্রীজের একটি অংশ ঝুলন্ত অপর অংশ কংক্রীট।এলাকাবাসী এটিকে সাময়িক সংস্কার মনে করলেও পাঁচ বছর পরও দেখা যাচ্ছে এটিই ব্রীজটির চুড়ান্ত রূপ।ঝুঁকিপূর্ন হওয়া সত্বেও বাধ্য হয়েই এর উপর দিয়ে চলাচল করছে,ট্রাক,অটো,ভ্যান সহ অন্যান্য বাহন। ঝুলন্ত অংশটি বেশী উচু হওয়ায় প্রতিদিনই ঘটছে ছোট খাটো দূর্ঘটনা।ব্যবসায়ী রতন কুমার বলেন,মেরামতেরও অযোগ্য ব্রীজটি সরিয়ে নতুন করে ব্রীজ তৈরী প্রয়োজন।কলেজ শিক্ষার্থী রমজান আলী বলেন, নতুন করে ব্রীজটি তৈরী না হলে দূর্ঘটনার সম্ভাবনা থেকেই যাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 5181337700576715005

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item