ডোমারে জীবন যুদ্ধে জয়ী আতর সুরমা বিক্রেতা নুর জামাল

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে জীবন যুদ্ধে জয়ী আতর সুরমা বিক্রেতা নুর জামালের কিছু কথা না বললেই নয়। সামান্য ব্যবসা করে  নিজেকে আজ স্বাবলম্বী করে গড়ে তুলে সমাজে প্রতিষ্ঠিত। বেকারত্বকে বিদায় দিয়ে সংসারে ফিরে এনেছে সচ্ছলতা। উপজেলার  বামুনিয়া ইউনিয়নের বারোবিশা বামুনিয়া লাল বাজার এলাকার মৃত ডাঃ জয়নাল আবেদীনের ছেলে নুর জামাল। ১৫ বছর পূর্বে তার বাবা মারা যায়। বাবার মৃত্যুর পরে শুরু হয় সংসারে অভাব অনোটন। দারিদ্রকে দুরে ঢেলে দিয়ে শুরু করে আতর, সুরমা, টুপি, ইসলামীক বই বিক্রির পাশাপাশী ইদুর, পিপরা, তেলাপোকা মারা ঔষধ। ভ্যানে ভ্রাম্যমান দোকানের পরশা সাজিয়ে ছোট একটি মাইক লাগিয়ে ফেরী করার পাশাপাশী এলাকার বিভিন্ন হাটে ও বাজারে   এসব বিক্রি করেন তিনি। কথা হয় নুর জামালের সাথে সে জানায়, এসব ব্যবসা করে ৩ পুত্র সন্তান মিরাজ(৭) মহরম আলী(৩) মিজান(১) সহ স্ত্রী পারুল বেগম কে নিয়ে বেশ সুখে শান্তিতে আছে সে। প্রতি মাসে ১২ থেকে ১৫ হাজার টাকা আয় হয় ওই দোকান থেকে। ১৫শতক জমি খরিদ সহ বেশ কিছু জমি বরগা নিয়ে চাষ আবাদ করে সন্তানদের ভবিষ্যৎ করতে চায় নুর জামাল। হাট বাজার গুলোতে তার ক্রেতাদের উপচে পড়া ভীড় চোখে পড়ার মতো। এলাকায় রশিকতা করে তাকে মানুষ এটোমবোম জামাল বলে ডাকে। এতে সে অনেক সাতছন্দবোধ করে। তবে এনজিও বা বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা পেলে আরো অনেকটা এগিয়ে যাবে বলে তিনি আশা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5797759535632872772

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item