ডিমলায় তিস্তা নদী থেকে গরুর রাখালের মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলার কালীগঞ্জ সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনতে গিয়ে নিখোঁজ রাখালের লাশ ৩দিন পর শুক্রবার সন্ধ্যায় তিস্তা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গরবার সন্ধ্যায় ভারতের সীমান্তে গরু আনতে গিয়ে পশ্চিম ছাতনাই ইউনিয়নের পশ্চিম ছাতনাই খালপাড়া গ্রামের আকবর আলীর পুত্র ফজল হক (২৬) নিখোঁজ হয়। পরিবাররের লোকজন জানায়, ফজল হকের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এলাকবাসীর ধারনা ভারতীয় বিএসএফের নির্যাতনের কারনে তার মৃত্যু হলে তিস্তায় লাশ ফেলে দেয়া হয়েছে। টেপাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি হাতিবান্ধা সীমানায় ভাসতে থাকায় হাতিবান্ধা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। হাতিবান্ধা থানার উপ-পরিদর্শক মুছা আলম বলেন, লাশটি অর্ধগলিত। ধারনা করা হচ্ছে নির্যাতনের কারনে তার মৃত্যু হতে পারে। লাশটির ময়না তদন্তের জন্য জেলার মর্গে প্রেরন করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6133148994101244636

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item