ডোমারে আঃলীগ পরাজিত প্রার্থীর সংবাদ সম্মেলন।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে পৌর নির্বাচনে আঃলীগ মনোনিত পরাজিত মেয়র প্রার্থী ময়নুল হক ৮জুলাই সোমবার দুপুরে চিকনমাটি তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেছে। তিনি লিখিত বক্তব্যে জানান, ৭জুলাই নির্বাচন চলাকালীন অবস্থায় পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জ তার নৌকা প্রতিকের কর্মী ও সমর্থকের উপর লাঠি চার্জ সহ ব্যাচ জোর করে খুলে নেয়। প্রতিপক্ষ প্রার্থীদের অনিয়ম বিষয়ে অভিযোগ করলে তা আমলে না নিয়ে উল্টো তার সাথে অসৌজন্য মূলক আচরন করেন তারা। ৮নং কেন্দ্রে তার এজেন্টকে বের করে দেয়। তার ছোট ভাই অভিযোগ করলে তাকে পুলিশ মারধর করে এবং তাকে সহ তার ভাইয়ের স্ত্রী সেরিনা আক্তার মেনি ও চাচাতো ভাই আব্দুস ছালামকে গ্রেফতার করে নিয়ে যায়। লিখিত বক্তব্যে তিনি আরো জানান, ১নং কেন্দ্রে পৌর ছাত্রলীগের সম্পাদক মাসুদকে লাঠি চার্জ করে এবং নির্বাচনের দিনে আইন শৃংঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ও পরিবারের লোকদের বাড়ীতে অবরুদ্ধ করে রাখে। ৬জুলাই প্রতিপক্ষ প্রার্থী টাকা বিতরণের সময় ভিডিও ফুটেজ সংগ্রহ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে তিনি কোন পদক্ষেপ নেয়নি।
তিনি আরো বলেন, উপজেলা বিএনপির সভাপতি গণমাধ্যমে প্রচার করেন যে,উপজেলা আঃমীলীগের সভাপতি ও সম্পাদক সহ নেতা কর্মীরা তার পক্ষে কাজ করছে।  উপজেলা বিএনপির সভাপতি মনছুরুল ইসলাম দানুর পক্ষে কাজ করে প্রশাসনকে দিয়ে নারিকেল গাছ প্রতিককে বিজয়ী করেছে। সংবাদ সম্মেলনে সদর ইউনিয়ন আঃমীলীগের সম্পাদক রশিদুল ইসলাম ও শ্রমিক লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন। এবিষয়ে থানা অফিসার ইনচার্জ আহমেদ রাজিউর রহমান জানান, নির্বাচনের দিন এধরনের ঘটনা ঘটেনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 1069361423683761459

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item