পীরগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায়-

মামুনুর রশিদ মেরাজুল,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:

পীরগঞ্জে দাবীকৃত চাঁদা না দেয়ায় হাফিজার রহমান নামে এক ব্যক্তির ৮২ শতাংশ জমির রোপনকৃত আমন ক্ষেতের ধানগাছ উপড়ে ফেলার ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার প্রকাশ্যে দিবালোকে উপজেলার দিগদুয়ারী গ্রামের গফুর ও তার লোকজেনরা ওই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মামলা  ও অভিযোগে জানা গেছে, উপজেলার বড়দরগাহ ইউপির পাবর্বতীপুর গ্রামের মৃত-জোয়াদ আকন্দের পুত্র হাফিজার রহমান একই ইউপি’র দিকদিয়ারী গ্রামের মৃত-আবু বকর এর স্ত্রী রহিমা গং এর নিকট থেকে ওই গ্রামের ৩৮ ও ৩২নং এসএ খতিয়ানভুক্ত ৩৯৬ ও ৩৯৫ দাগে মোট ৮২ শতাংশ জমি ক্রয় করেন। তার ক্রয়কৃত জমিতে চলতি মওসুমে আমনধান রোপন করেন। এ সময় ওই গ্রামের মৃত-খেজের উদ্দিনের ছেলে উক্ত গফুর তার লোকজনসহ এসে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে জমিতে কোন প্রকার ফসল ফলাতে দেবেনা বলে হুমকি দিয়ে চলে যায়। ওই দিন বিকেলে গফুরের নেতৃত্বে তার দলের সদস্য বাজে শিবপুর গ্রামের দুলা মিয়া, রেজাউল ইসলাম, ইসতাদুল ইসলাম, হাজীপুর গ্রামের-আবেদ আলী, আলিফ মিয়া পাবর্বতীপুর গ্রামের ইয়াকুব আলী, নুরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও ৮/১০সদস্য দাবীকৃত চাঁদার টাকা না পাওয়ায় হাফিজারের রোপনকৃত আমনধান সম্পুর্নরুপে উপড়ে ফেলে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হাফিজার রহমান বাদী হয়ে এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেছে। গফুর ও তার দলের সদস্যরা পলাতক।

পুরোনো সংবাদ

রংপুর 5449924260775460681

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item