পীরগাছায় ভিটামিন-এ ক্যাম্পেইন দায়সারাভাবে সম্পন্ন

ফজলুর রহমান,পীরগাছা(রংপুর)প্রতিনিধি

রংপুরের পীরগাছায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো ক্যাম্পেইন দায়সারাভাবে সম্পন্ন হয়েছে। গতকাল ক্যাম্পেইন চলাকালে বেশ কিছু কেন্দ্র বন্ধ পাওয়া যায়।
জানা যায় , সারা দেশের ন্যায় গতকাল শনিবার পীরগাছা উপজেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য ২শত ২০টি কেন্দ্রে ক্যাম্পেইন শুরু হয়। ওইসব কেন্দ্রে ৬-১১ মাস বয়সের ৫ হাজার ৫শত ৪১জন শিশুকে নীল রঙ্গের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। অপরদিকে ১২-৫৯ মাস বয়সের ৪৬ হাজার ১শত ২৫জন শিশুকে লাল রঙ্গের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন এ দায়িত্ব পালন করবেন ৬ শত ৬০ জন স্বেচ্ছাসেবক , ২৭ জন সুপাভাইজার ও ৩ জন স্বাস্থ্য পরিদর্শক দায়িত্ব পালন করেন।
এদিকে গতকাল শনিবার জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন চলাকালে দুপুর আড়াই ঘটিকার সময় দুধিয়াবাড়ী ও তিন ঘটিকার সময় কৈকুড়ি কমিউনিটি ক্লিনিক বন্ধ পাওয়া যায়। এছাড়াও সাইনবোর্ড সর্বস্ব বেশ কয়েকটি ক্যাম্পেইন বন্ধ পাওয়া য়ায়। বলা চলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের অবহেলার কারণে সরকারের হাতে নেয়া এই জাতীয় ভিটামিন-এ ক্যাম্পেইন ভেস্তে যেতে বসেছে। পরে দুধিয়াবাড়ী কমিউনিটি ক্লিনিকে খোঁজ নিয়ে জানা যায়, সেখানকার দায়িত্বরত সিএইচসিপি শারীরীকভাবে অসুস্থ।
এব্যাপারে কর্মকর্তা নুরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, কেন্দ্রে দায়িত্বরতগন সার্সিং করতে গেছে।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 6340512722579775479

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item