বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার " ২০১৫ " প্রথম পুরস্কার পেলেন, জলঢাকার তিস্তা বহুমুখী সমাজ কল্যান সংষ্হা।

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পরিবেশ ও বন মন্ত্রনালয়ের " বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরষ্কার  - ২০১৫ " ১ম স্হান অধিকার করলেন নীলফামারীর জলঢাকা উপজেলার এনজিও তিস্তা বহুমুখী সমাজ কল্যান সংষ্হা। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার গ্রহন করবেন এনজিওটির চেয়ারম্যান বৃক্ষপ্রমিক দেলোওয়ার হোসেন ।  রাষ্ট্রপতির আদেশ ক্রমে ২৫ মে এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষর করেন। পরিবেশ ও বন মন্ত্রনালয় কর্তৃক চুড়ান্তভাবে মনোনিত ১০ টি শ্রেনীতে প্রতিবছর পরিবেশ দিবসে এ  জাতীয় পুরষ্কার প্রদান করা হয়। ১ম ষ্হান অধিকারের জন্যে তিস্তা বহুমুখী সমাজ কল্যান সংষ্হার চেয়ারম্যান দেলোওয়ার হোসেনর হাতে ১টি সনদ, ১টি ক্রেষ্ট ও ত্রিশ হাজার টাকার চেক প্রদান করবেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরষ্কার প্রাপ্তি সম্পর্কে বৃক্ষপ্রেমিক দেলোওয়ার হোসেনের সাথে কথা হলে তিনি বলেন ২০০০ সালে এডিবির সহায়তায় ফরেস্ট্রি সেক্টর প্রকল্পের আওতায় জলঢাকা ও কিশোরগন্জ এই দুই উপজেলায় ৪৫০ কিঃমিঃ স্ট্রিপ বাগান করেছি, চরবনায়ন করেছি ২৫০ কিঃমিঃ, এছাড়াও ২০১২ সালে পরিবেশ ও বন মন্ত্রনালয়ের জলবায়ু পরিবর্তন ট্রাস্টি বোর্ড ও পিকেএসএফ এর অর্থায়নে ৩৬,৮৮ কিঃমিঃ রাস্তায় বিভিন্ন প্রজাতির ৩৬ হাজার ৮শত গাছ লাগিয়েছি। এর ফলে একদিকে যেমন উপকারভোগীদের দারিদ্র বিমোচন হবে, জলবায়ু পরিবর্তনে বিরুপ প্রভাব থেকে এই অঞ্চলের মানুষ রক্ষা পাবে। তিনি আরো বলেন কাজের স্বীকৃতি পাওয়ায় আমি খুশি।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 1258419575314227102

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item