সাঁড়াশি অভিযানে ৮৫ জঙ্গীসহ আটক ৫ হাজার!

ডেস্কঃ
জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযানে গতকাল জঙ্গী দমনের জন্য গত শুক্রবার থেকে তাদের যে বিশেষ অভিযান শুরু হয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার মানুষকে আটক করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।বিজ্ঞপ্তিতে পুলিশ বলেছে, এদের মধ্যে জঙ্গী সন্দেহে ৪৮ জনকে আটক করা হয়েছে। আর এই নিয়ে পুলিশের অভিযানে আটককৃত অভিযুক্ত জঙ্গীর সংখ্যা দাড়ালো ৮৫ জনে। এর আগে পুলিশ জঙ্গী সন্দেহে ৩৭ জনকে আটক করে।সারা বাংলাদেশে শুক্রবার শুরু হওয়া অভিযানের প্রথম দিনেই অন্তত ৯০০ জনকে আটক করা হয়। এরপর, গতকাল শনিবার ভোর ৬টা থেকে আজ রবিবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় ২ হাজার ১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে ৪৮ জন জঙ্গি, ১ হাজার ৪৯৬ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩৯১ জন মাদক মামলার আসামি, ৪১ জন অস্ত্র মামলার আসামি ও অন্যান্য  মামলায় আরো ৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা একেএম কামরুল আহছান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।তবে আজ পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এরপর থেকে এখন পর্যন্ত এই অভিযানে আটকের সংখ্যা প্রায় ৫ হাজার। পুলিশ বলছে, জঙ্গী এবং সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে যে তালিকা রয়েছে, তার ভিত্তিতে এই অভিযানে আটক করা হচ্ছে।প্রসঙ্গত ৫ জুন চট্রগ্রামে পুলিশের এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর খুন, একই দিনের নাটোরের খ্রিষ্টান ব্যবসায়ী সুনীল গোমেজ, সাত জুন ঝিনাইদহে হিন্দু পুরোহিত আনন্দ গাঙ্গুলী হত্যার  পর পুলিশের মহা-পরিদর্শক একেএম শহিদুল হক দেশব্যাপী জঙ্গি বিরোধী অভিযানের ঘোষণা করেন।

পুরোনো সংবাদ

প্রধান খবর 6931542001739534592

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item