নীলফামারীতে ট্রলির ধাক্কায় স্কুল ছাত্র নিহত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥
নীলফামারীতে ট্রলির ধাক্কায় শিমন ইসলাম (১১) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার বিকাল পনে ছয়টার দিকে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়ন পরিষদ ভবন মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
নিহত শিমন সদর উপজেলার টুপামারী ইউনিয়নের দৌগাছি গ্রামের জাহেদুল ইসলামের ছেলে এবং দৌগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নীলফামারী থানার ওসি শাহজাহান পাশা জানান, শিমন তাঁর ছোট ভাই শিপনকে সাথে নিয়ে বাইসাইকেল যোগে ইটাখোলা ইউনিয়নের পাঁচমাথা মোড়স্থ নানা সাহারুল ইসলামের বাড়ি থেকে টুপমারীর দৌগাছি গ্রামস্থ নিজ বাড়ি ফিরছিল। এসময় ইটাখোলা ইউনিয়ন পরিষদ ভবন মোড়ে দ্রুতগামী ধান বোঝাই একটি ট্রলি পিছন থেকে শিমনের বাইসাইকেলে ধাক্কা দিলে বাইসাইকেল থেকে শিমন ও তাঁর ভাই ছিটকে পড়লে ঘটনাস্থলেই শিমন মারা যায়।
খবর পেয়ে পুলিশ শিমনের মৃতদেহ উদ্ধারসহ ধান বোঝাই ট্রলিসহ ঘাতক চালক ও তার সহযোগীকে আটক করে থানায় নিয়ে আসে।
পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিমনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8864800333307847770

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item