পাগলাপীরে বিদ্যূতের লুকোচুরি খেলায় ধর্মপ্রাণ মুসল্লীরা অতিষ্ট

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে রংপুর পল্লী বিদ্যূত সমিতি ২ এর ভয়াবহ লোডশেডিং এ অতিষ্ট হয়ে পড়ছে সাধারণ মানুষজন। বিশেষ করে পবিত্র মাহে রমজান মাস সিয়াম সাধনার মাসে বিদ্যুতের ঘ্ন ঘন লোডশেডিং এর গ্যাড়াকলে ধর্মপ্রাণ মুসল্লীরা পড়েছেন বিপাকে। জানাগেছে সাম্প্রতি পাগলাপীর অঞ্চল জুড়ে চলছে রংপুর পবিস২ এর বিদ্যুতের লুকোচুরি খেলা। প্রত্যহ সকাল দুপুর সন্ধ্যা ও রাত্রি বেলায় বিশেষ করে তারাবির নামায ও সেহরি খাওয়ার সময় বিদ্যুতের যাওয়া আসায় ধর্মপ্রাণ মুসল্লীসহ বিভিন্ন শ্রেনী পেশাজীবি মানুষ আজ অস্থির হয়ে পড়ছে। শুধু কি তাই, রংপুর পবিস ২এর ঘন ঘন লোডশেডিং এর গ্যাড়াকলে আসন্ন  ঈদুল ফিতর উৎসবে বেচা বিক্রির ভাটা পড়েছে পাগলাপীর বন্দরের বিভিন্ন শপিং কমপ্লেক্সের  প্রসাধনী সহ নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানের। ফলে এ নিয়ে পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবসায়ী মহলে বিরাজ করছে চাপা ক্ষোভ উত্তেজনা। সরেজমিনে গতকাল শনিবার পাগলাপীর বন্দরের বিভিন্ন ব্যবসায়ী মহল ক্ষোভ প্রকাশ করে জানান, পল্লী বিদ্যুতের ঘন ঘন লোডশেডিংএ ব্যবসা বানিজ্য করতে পারছেন না। বিশেষ করে সন্ধ্যায় যে সময়টা বেচা বিক্রির সময়, ঐ সময়টা  বিদ্যুতের ভেলকি বাজিতে সুবিধা জনক ব্যবসা বানিজ্য করা কঠিন হয়ে পড়ছে। এ অবস্থায়  চলতে থাকলে ব্যবসায় লালবাতি জ্বলবে বলে ব্যবসায়ী মহলরা আশঙ্কা করছেন। তাই নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের দাবী জানিয়েছেন পাগলাপীরের ব্যবসায়ী মহল।অপরদিকে এ বিষয়ে গতকাল রংপর পবিস ২এর জেনারেল ম্যানেজার মো সোহরাব হোসেনের সঙ্গে কথা হলে তিনি এ প্রতিনিধিকে জানান, এখন রমজান মাস চলছে। তাই অতিরিক্ত মাত্রায় বিদ্যুত ব্যবহারে লোড শেডিং। তবে অন্যান্য বছরের তুলনায় একেবারেই কম। সেটাও আবার ঢাকার সিস্টেম লসের কারণে হচ্ছে।

পুরোনো সংবাদ

রংপুর 7479030208802649782

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item