ডোমার হাসপাতালে নার্স ও আয়াদের আচরণে অতিষ্ট খাবারের মান নিয়ে রুগীদের অভিযোগ।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিখি>>
নীলফামারীর ডোমার হাসপাতালে (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স)  এর নার্স ও আয়াদের আচরনে  রুগীরা অতিষ্ট, খাবারের মান নিয়ে নানা অভিযোগ উঠেছে। উপজেলায় প্রায় ৩ লাখ মানুষের জন্য ডাক্তার আছে মাত্র ২ জন। ১০জন ডাক্তারের পদ থাকলেও বর্তমানে সেখানে রয়েছে মাত্র ২ জন। সেবার মান কিরকম হওয়ার কথা সকলের জানা। ১৪ জন নার্সের বিপরিতে  আছে মাত্র ৫ জন তাও আবার পয়সা ছাড়া ইনজেকশন ও ঔষধ পাওয়া দায়। ইউনিয়নের পরিবার কল্যান কেন্দ্র থেকে মেডিকেল অফিসারদের ধার হাওলাদ করে চালাতে হয়। কিন্তু খোজ নিয়ে দেখাযায়, এসব ডাক্তাররা বেশীভাগ সময় ডোমারের বিভিন্ন প্রাইভেট ক্লিনিক অথবা ব্যাক্তিগত চেম্বারে রুগী দেখছেন অনেক রাত পর্যন্ত ২/৩শত টাকা ফি নিয়ে। অপরদিকে অফিস সময়ে ফার্মাসিটিক্যাল কোম্পানীর লোকদের ভীড়ে সিরিয়াল পাওয়ায় মুশকিল। তাদের থেকে মাসিক হারে মোটা অংকের কমিশন লুটে নিচ্ছে তারা। এতে করে চিকিৎসা সেবা না পাওয়ায় দরিদ্রশ্রেনীরা অতিরিক্ত অর্থ ব্যায় করতে না পেরে ধুকে ধুকে নিরবে মৃত্যুর মূখে ধাবিত হচ্ছে। বিছানা থাকা সত্তেও ওয়ার্ড বয়রা রুগীকে মেঝেতে বিছানা দেয়। বেশী ভাগ ঔষধ, স্যালাইন, ইনজেকশন কিনতে হয় তাদের নির্ধারিত ঔষদের দোকান থেকে। তবে নার্স ও আয়াদের চা খাওয়ার টাকা দিলে সহজে মিলে যায় এসব। অপরদিকে খাওয়ার মান নি¤œমানের, খাসির মাংসর বদলে বয়লার, রুই মাছের বদলে সিলভার কাপ, আলু ও ঝোল বেশী ভাতের পরিমান কম। নি¤œ মানের খাবার পরিবেশন করছে ঠিকাদার মাহবুবার রহমান ও মশালচি। নার্সদের মধ্যে রেবেকা, শিল্পি,অনিতা, আরতি ও আয়াদের মধ্যে মালেকা ও ছকিনা প্রায় রুগীদের কাছ থেকে পয়সা নিয়ে এসব কাছ করছে বলে একাধিক রুগী অভিযোগ করেন। রুগী মোজাফফর আলী জানান, ডাক্তার স্যালাইন লিখেছে, নার্স বাহির থেকে আনতে বলে, দাম ১শত টাকা। নার্স পঞ্চাশ টাকা দাবী করে। আমি ৪০টাকা দেই, পরে অফিস থেকে স্যালাইন এনে আমার শরীরে পুশ করে। রুগী বেবী ও লিমা আক্তার এধরনের অভিযোগ করেন আয়াদের বিরুদ্ধে। তদারকির মাধ্যমে স্বাস্থ্য সেবা মান নিশ্চিত এবং দুর্নীতিবাজ নার্স ও আয়াদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ভুক্তভোগী রুগীরা।

পুরোনো সংবাদ

স্বাস্থ্য-চিকিৎসা 3582239598029936348

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item