ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

জাহাঙ্গীর আলম রেজা ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সারা দেশের ন্যায় রবিবার সকালে বিশ্ব পরিবেশ দিবস ২০১৬ পালন করা হয়েছে। “বন্য প্রানী ও পরিবেশ, বাঁচার প্রকৃতি, বাঁচায় দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্তর হতে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে উপজেলা অডিটরিয়াম হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ডিমলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মখলেছুর রহমান, অধ্যক্ষ, ডিমলা মহিলা মহাবিদ্যালয়, উপজেলা কৃষি কর্মকর্তা, হুমায়ুন কবির, উপজেলা ভূমি কর্মকর্তা, মিল্টন চন্দ্র রায়।আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পরিবেশ রক্ষায় আমাদের সকলকে সচেতন হতে হবে। বণ্যপ্রাণী সংরক্ষণ এবং পরিবেশ রক্ষায় প্রয়োজনীয় যা কর্তব্য তা থেকে যেন আমরা পিছু না হটি। তাই পরিবেশকে রক্ষা করে একটি শান্তিময় বিশ্ব গড়ে তুলি।উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাইমেনুল ইসলাম রনি, জাহাঙ্গীর আলম রেজা, সাংবাদিক সহ জেলা পরিষদ স্কুল এন্ড কলেজ ও ডিমলা মহিলা মহাবিদ্যালয় ছাত্র-ছাত্রী বৃন্দ অংশগ্রহণ করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5178461395282677096

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item