রমজান মাসে ডোমারে আবারো পঁচা মাছের ব্যবসা।

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

ডোমারে পবিত্র রমজানকে সামনে রেখে চলছে পঁচা মাছের জমজমাট ব্যবসা শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ায় সোমবার ভ্রাম্যমান আদালত টহল দিয়ে ২/১ জনকে জরিমানা করায় সুন্দর ভাবে চলছিল ব্যবসা। বুধবার বাজার ঘুরে দেখা যায় অসাধু টাউট বাটপার ব্যবসায়ী বাবু সহ তার সহযোগিরা আবারো শুরু করেছে বরফ দেয়া দেশী ও সামুদ্রিক পচাঁ মাছের জমজমাট ব্যবসা। তা খেয়ে  এলাকার মানুষ  অনেকে অসুস্থ্য হয়ে পড়ছে। এতে একদিকে যেমন পরিবেশ দূষন হচ্ছে, অপরদিকে বিঘিœত হচ্ছে স্বাস্থ্য ও স্বাভাবিক জীবন। ক্রেতা রশিদুল ইসলাম জানান,“১৫ রমজানের দিনে দোকানী বাবুর কাছ থেকে দের কেজি ওজনের একটি রুই মাছ খরিদ করি ২৮৫টাকা দিয়ে। বাজারের অন্যত্র ওজন দিয়ে দেখা যায় ১৫০গ্রাম কম। এনিয়ে তার সাথে বাকবির্তকের সৃষ্টি হয়। তারাবী নামাজ শেষে ভাত খেতে বসতেই  মাছের তরকারী গুলো তিতা ও দূর্গন্ধে একাকার হয়ে গেছে। পবিত্র মাসেও তারা ওজনে কম সহ পঁচা, বাসী, মাছ বিক্রি করে রোজাদারদের সাথে প্রতারনায় মেতে উঠেছে। যার কারনে অনেক রোজাদারের কষ্ট পোহাতে হচ্ছে। উপজেলা স্যানেটারী ইন্সেসপেক্টর দুলালকে জানালে তিনি আশার বাণী শুনিয়ে ক্ষান্ত।” জনস্বাস্থ্য কর্তৃপক্ষ নিরবতা পালন করছে বলে অভিযোগ ক্রেতাদের। পবিত্র মাহে রমজানকে সামনে রেখে অসাধু মাছ ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানান ভুক্তভুগী ক্রেতারা।

পুরোনো সংবাদ

জনদূর্ভোগ 707270301325189706

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item