ডোমারে হাঁস পালন করে তাজু আজ স্বাবলম্বী

আনিছুর রহমান মানিক, ডোমার ( নীলফামারী) প্রতিনিধি>>

নীলফামারী ডোমারে হাঁস পালন  করে তাজু জীবন যুদ্ধে জয়ী আতœকর্মী এক যুবক। আজ নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে। বেকারত্বকে বিদায় দিয়ে সংসারে ফিরে এনেছে সচ্ছলতা। উপজেলার সোনারায় ইউনিয়নের জামিরবাড়ী কিসামত এলাকার মরহুম খন্দকার আফজালুল হক(পীর সাহেব) হুজুরের কনিষ্ট পুত্র আশিকুর জামান তাজু(২৫) বাকী বড় ভাইয়েরা চাকুরী করে। সে লেখাপড়া ফাকে করে সংসার দেখা শুনার পাশাপাশী বাড়ীর পাশে ৫একর জমিতে পুকুর খনন করে মাছ চাষ করছে দির্ঘদিন ধরে। হঠাৎ সিদ্ধান্ত নিলো পুকুরের উপরে মাচাং করে হাঁস চাষের। নিজস্ব অর্থায়নে প্রথমে ২শত হাঁস লাগিয়ে ডিম ও হাঁস বিক্রি করে অনেক টাকা আয় করে। সেই থেকে তার আগ্রহ বেড়ে যায় সেই প্রকল্পের উপরে। চলতি বছরে এবার ৭শত দেশী/বিদেশী হাঁস পালন করছে। আশিকুর জামান তাজু প্রতিবেদক কে জানান, মাছ চাষের পাশাপাশী হাঁস পালন করছি, মৎস্য অধিদপ্তর ও পশু সম্পদ বা সরকারী ভাবে কোন প্রকার সহযোগিতা পেলে  আগামীতে গরুর খামার সহ মৎস্য হ্যাচারী করার পরিকলাপনা আছে । তার এ ধরনের সফলতা দেখে এলাকার অনেক বেকার যুবক হাঁস পালনে আগ্রহী হয়ে উঠছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7942186935147395187

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item