নীলফামারী জেলার সকল মসজিদে এক রীতিতে তারাবি

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫ জুন॥ পবিত্র মাহে রমজানে নীলফামারী জেলার সকল মসজিদে একই নিয়মে তারাবির নামাজ আদায়ের আহবান করেছে জেলা ইসলামী ফাউন্ডেশন। নিয়ম জানিয়ে সকল মসজিদ কমিটির নিকট পত্র দিয়েছে ইসলামী ফাউন্ডেশন।
সুত্র মতে এ জেলায় তিন হাজার ৪৬৩টি মসজিদ রয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ৮৩৩, জলঢাকা উপজেলায় ৬৭৬, ডিমলা উপজেলায় ৫৫৬, কিশোরীগঞ্জ উপজেলায় ৫৫৩ এবং ডোমার উপজেলায় ৪৭৫ ও সৈয়দপুরে ৩৭০ মসজিদ আছে।
পবিত্র রমজানের  প্রতিটি মসজিদে এক নিয়মে তারাবির নামাজ আদায়ের জন্য বলা হয় হাফেজগনকে। প্রথম ৬ দিন দেড় পারা করে ৯ পারা এবং পরের ২১ দিন ১ পারা করে তেলাওয়াত করে ২৭ রমজান শবে কদরে পবিত্র কোরআন খতম করবেন হাফেজরা।
ইসলামিক ফাউন্ডেশন নীলফামারীর উপ-পরিচালক মোঃ এরফান আলী  সাংবাদিকদের আজ রবিবার জানান মুসল্লিদের সুবিধার্থে পবিত্র মাহে রমজানে একই নিয়মে তারাবির নামাজ আদায়ে মসজিদ কর্তৃপক্ষকে আহবান জানিয়ে পত্র দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 6620612719864615635

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item