ডোমারে যৌতুকের কারনে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন

আনিছুর রহমান মানিক, ডোমার, (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর ডোমারে যৌতুকের কারনে স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করেছে এক পাশন্ড স্বামী। ঘটনাটি ঘটেছে উপজেলার বোড়াবাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী বটতলী মিস্ত্রি পাড়া গ্রামে। অভিযোগ সুত্রে জানাযায়, উক্ত গ্রামের মৃত নবাবুর ছেলে ফুল বাবুর সাথে সদর ইউনিয়নের দক্ষিণ চিকনমাটি (ঘুন্টিপাড়া) গ্রামের শুশিল রায়ের কন্যা শ্রী মতি মোহনা রানী(সুমতি)’র সাথে বিগত ৬বছর পূর্বে হিন্দু ধর্মাবলী মতে বিবাহ হয়। সংসার জীবনে তারা ২টি সন্তানের জন্ম দেয়। বিবাহের পর থেকে  সামান্য বিষয় নিয়ে স্বামী ফুল বাবু ও শাশুরী সুধ বালা গৃহবধুকে নানাভাবে শারীরিক ও মানুষিক নির্যাতন করে। এ নিয়ে বেশ কয়েকবার স্থানীয় ভাবে আপোষ মিমাংসার মাধ্যমে ২সন্তানের ভবিষৎতের কথা চিন্তা করে সংসার করতে থাকে। কয়েকদিন পূর্ব হতে স্বামী ও শাশুরী মিলে যৌতুকের ৫০হাজার টাকার জন্য সুমতীকে চাপসৃষ্টি করে। তার গরীব পিতা তা দিতে অপারকতা প্রকাশ করলে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেয়। এরই ধারাবাহিকতায় ০৫/০৬/২০১৬ইং রবিবার সকালে ফুলবাবু ও তার মা মিলে কাঠের লাঠি দ্বারা কোমড়ে, মাথায় ও পায়ে প্রচন্ড আঘাত করে। এবং সন্তানদের আটকে রাখে। তাদের আঘাতে সুমতী জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীরা তাকে উদ্ধার করে তার বাবার বাড়ীতে খবর দেয়। রংপুর জিলা স্কুলের সাবেক শিক্ষিকা বাছেরা বেগম দিপা ও নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভানেত্রী ডেইজি নাসনীন নিনা সুমতীকে ডোমার থানায় নিয়ে যায়। অফিসারের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এবিষয়ে সন্ধ্যায় সুমতীর স্বামী ও শাশুরীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 6406005085019823288

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item