তিস্তায় পানি বৃদ্ধি, চরাঞ্চল প্লাবিত


ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ মে॥
 ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বাড়তে শুরু করেছে৷ পানি বাড়ায় নীলফামারীর ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারাজের ৪৪টি কপাট খুলে দেয়া হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টা থেকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানি ৫২.০০  সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল এবং পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এউ পয়েন্টে বিপদসীমা ৫২ দশমিক ৪০ সেন্টিমিটার হলে তিস্তার পানির বৃদ্ধিতে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও খালিশা চাপানী,ঝুনাগাছচাঁপানী,জলঢাকা উপজেলার গোলমুন্ডা,ডাউয়াবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর চর এলাকা গুলো প্ল¬াবিত হয়েছে।টেপাখড়িবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন ও পূর্বছাতনাই ইউপির চেয়ারম্যান আবদুল লতিফ খান জানান চর গ্রাম গুলো প্লাবিত হবার কথা নিশ্চিত করেন।

ডালিয়া পানি উন্নয়ন বোডের বন্যা পূর্বাভাস ও সর্তকীকরন কেন্দ্র জানায় সকাল ৬টায় ডালিয়া পয়েন্টে ৫১ দশমিক ৮০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। যা সন্ধ্যায় ৬টায় ২০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৫২ দশমিক ০০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে এবং পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

পুরোনো সংবাদ

প্রধান খবর 7242453943692956135

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item