চাঁদাবাজীর মামলায় রংপুরে পাউবোর সিবিএ নেতা শাহীন আটক

রংপুর ব্যুরোঃ

চাঁদাবাজীর মামলায় হাজিরা দিতে গিয়ে আটক হয়েছে রংপুর পানি উন্নয়ন বোডের সম্প্রসারন উপ দর্শক  ও রংপুর পানি উন্নয়ন বোডের সিবিএ-র সাধারন সম্পাদক ফিরোজ শাহিন। বুধবার দুপুরে রংপুর জেলা ও দায়রা জজ-১ আদালতের তিনি হাজির হয়ে জামিন চাইলে বিচারক রফিকুল আযম তাকে জেলহাজতে পাঠায়।
অভিযোগে জানা যায় রংপুর পানি উন্নয়ন বোডের উপ সহকারী প্রকৌশলী আবু সৈয়দ আমিনুর রহমানের কাছে ১০ হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে তাকে বেধরক মারপিট করা হয়। ওই ঘটনায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারী আবু সৈয়দ আমিনুর রহমান বাদী হয়ে রংপুর কোতয়ালী থাকায় মামলা দায়ের করেন । ওই মামলায় ফিরোজ শাহিনকে প্রধান করে তিনজন কে আসামী করা হয়। অপর আসামীরা হলো রংপুর পানি উন্নয়ন বোডের পিয়ন ও সিবিএ নেতা আনোয়ার হোসেন ও কার্যসহকারী মোজাফ্ফর রহমান।
আদালত এই দুই আসামীকে এক মাসের অন্তবর্তীকালিন জামিন দিলেও ফিরোজ শাহিনের জামিন না মঞ্জুর করেন।
সুত্র মতে পুলিশ মামলাটি তদন্ত শেষে আসামীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চাজশীট) প্রদান করে। #

পুরোনো সংবাদ

রংপুর 7314285867745784473

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item