রংপুরে দরিদ্রদের বিনামূল্যে আইনি সহায়তা

হাজী মারুফ,রংপুর ব্যুরো:
আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের প্রতিটি সেক্টরে উন্নয়ন হয়। আইনের শাসন প্রতিষ্ঠায় এবং গরিব মানুষদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।শনিবার (৩০ এপ্রিল) দুপুরে রংপুর আইনজীবী সমিতি ভবনে বিচারক ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরের উন্নয়নে আরো সহযোগিতা করতে পারেন সেই পরিবেশ বজায় রাখতে হবে।এ জন্য নিজ নিজ অবস্থান থেকে দেশের উন্নয়নে সকলকে কাজ করার আহ্বান জানান।এ সময় রংপুর আইনজীবী সমিতি ভবনের অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।সভায় উপস্থিত ছিলেন- যুগ্ম-সচিব মাহবুবার রহমান সরকার, যুগ্ম-সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহা, উপ-সচিব মাহবুবুল আলম, প্রধানমন্ত্রীর এপিএস-১ জাহাঙ্গীর আলম, রংপুর জেলা ও দায়রা জজ মঞ্জুরুল বাছিদ, পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল মালেক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক প্রামানিকসহ বিচারক ও আইনজীবী।

পুরোনো সংবাদ

রংপুর 5697751764222246584

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item