সাদুল্যাপুরে নৌকা ও লাঙ্গল প্রতীকের সংবাদ সম্মেলন

মুহাম্মদ শামীম সরকার শাহীন, গাইবান্ধা প্রতিনিধি:

 আসন্ন ইউপি নির্বাচনে গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীতপ্রার্থী (লাঙ্গল প্রতীক) কর্তৃক নৌকা প্রতীক কর্মী-সমর্থকদের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১ টায় জামালপুর ইউনিয়নের আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নুরুজ্জামান মন্ডল (নৌকা প্রতীক) বড় জামালপুর চৌধুরী বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, জামালপুর ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীতপ্রার্থী রেজাউল করিমরেজা (লাঙ্গল প্রতীক) ও তার কর্মী বাহিনী কর্তৃক নৌকা প্রতীকেরকর্মী-সমর্থকদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করে আসছে। এছাড়াও তিনি আরও বলেন, জামালপুর ইউনিয়নের বিএনপি’র মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মন্ডল (ধানের শীষ প্রতীক) ও তার কর্মী সমর্থকরা গত বৃহস্পতিবার দিবাগত রাতে বুজরুক রসুলপুর বাজারে নৌকা প্রতীকের অফিসে অগ্নিসংযোগ করেন। এসময় উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তৈয়বুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোসলেম উদ্দিন ক্বারি ও জিল্লুর রহমান।

অপরদিকে ,গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী (নৌকা প্রতীক) কর্তৃক লাঙ্গল প্রতীক কর্মী-সমর্থকদের হুমকির প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২ টায় দামোদরপুর ইউনিয়নের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নুরুন্নবী আকন্দ (লাঙ্গল প্রতীক)কান্তনগর বাজারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।তিনি লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দামোদরপুর ইউনিয়নের আ’লীগের মনোনীত প্রার্থী এজেডএম সাজেদুল ইসলাম স্বাধীন (নৌকা প্রতীক)ও তার কর্মী বাহিনী কর্তৃক লাঙ্গল প্রতীকের কর্মী-সমর্থকদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও প্রাণনাশের হুমকী প্রদর্শন করে আসছে। এছাড়া ভোটকেন্দ্র দখলকরে ভোট গ্রহনের অপপ্রচার চালিয়ে আসছে। এরই প্রতিবাদে সুষ্ঠ-শান্তিপূর্ন ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রশাসনের প্রতি দাবিজানিয়েছে জাপা প্রার্থী নুরুন্নবী আকন্দ।এ সময় আরও বক্তব্য রাখেন, সাদুল্যাপুর উপজেলা জাতীয় পার্টিরসভাপতি আশরাফ-উল ইসলাম হিরু, সহ-সভাপতিসাখাওয়াত হোসেন, দামোদরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণসম্পাদক সাইদুর রহমানপ্রমূখ।

পুরোনো সংবাদ

নির্বাচন 2325322493766892091

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item