জলঢাকায় দুই প্রার্থীর সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ।। আহত-৫

মর্তুজা ইসলাম, জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় আসন্ন ৫ম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুই প্রার্থী সমর্থকদের মধ্যে বৃহস্পতিবার রাতে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৫জন আহত হয়। আহতরা জলঢাকা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি রয়েছে। প্রতক্ষদর্শী ও এলাকাবাসীরা জানায়, বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার শৌলমারী কালিরডাঙ্গা এলাকায় চেয়ারম্যান প্রার্থী আ.লতিফ (আনারস) ও নুরুজ্জামান (মটরসাইকেল) সমর্থকেরা প্রচারনা চালাতে যায়। সেখানে আগে ঢুকে আনারস প্রতীকের প্রার্থী ও সমর্থকদের নিয়ে উস্কানী মূলক ও বাজে মন্তব্য করে মটরসাইকেল প্রতীকের সমর্থকেরা। এতে শুরু হয় উভয় সমর্থকের উত্তেজনা। সে উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়। প্রথম দফায় মনিগঞ্জ এলাকা ও পরে আনছারহাট এলাকায় আনারস প্রতীকের অফিস ঘর, চেয়ার-টেবিল ভেঙ্গে তছনছ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। সংঘর্ষে আহতরা হলেন নুরল ইসলাম, আলপনা, আফজাল,তোজাম্মেল ও জাকারু। জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স- এর আবাসিক মেডিকেল অফিসার ডা.দেবাশীষ সরকার জানান, শরীরে আঘাত নিয়ে ভর্তি হওয়া রোগীরা আশংকামুক্ত। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

পুরোনো সংবাদ

নীলফামারী 2624667751667774111

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item