ব্যাপক নিরাপত্তার মধ্যে আজ জলঢাকায় ইউপি নির্বাচন

মর্তুজা ইসলাম, জলঢাকা ( নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় ৫ম ধাপ  ইউপি নির্বাচন (আজ শনিবার) ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। উপজেলার ১১টি ইউনিয়নে  ১লক্ষ ৯৭ হাজার ৩ শত  ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। এর মধ্যে নারী ভোটারের সংখ্যা ৯৭ হাজার ৬শত ৯২জন । ১০০ কেন্দ্র  ও ৫শত ৭২ টি বুথ রয়েছে। নির্বাচনকে  ঘিরে ব্যাপক নিরাপত্তা গ্রহন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাচন সমন্বয়কারী ও নির্বাহী অফিসার হাসান হাবিবের সাথে কথা হলে তিনি জানান,  নিবার্চন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও গ্রহনযোগ্য করতে ১২ জন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম শুক্রবার থেকে সর্বক্ষানিক বিভিন্ন কেন্দ্রে টহল দিচ্ছে।  তিনি আরো জানান, প্রতিটি কেন্দ্রে ২০জন করে পুলিশ মোতায়েন করা থাকবে সেই সাথে  ষ্ট্রাইকিং ফোর্স হিসাবে  পুরো উপজেলায় বিজিবি মোতায়েন করা আছে। নির্বাচন অফিস সূত্রে পাওয়া তথ্যে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫৮জন,সংরক্ষিত মহিলা আসনে ১শত ৫১ ও সাধারন সদস্য পদে ৪শত১০ জন প্রার্থী সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে উপজেলার ১০০টি কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে ঘোষনা করেছে প্রশাসন। আ’লীগসহ প্রতিটি দলের প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছে। ১১টি ইউনিয়নে আ’লীগের দলীয় নৌকা প্রতিক নিয়ে লড়ছেন  ১১জন  প্রার্থী অপরদিকে  বিএনপির ধানের শীষ প্রতিক নিয়ে ৫জন, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিক নিয়ে  লড়ছেন ৪জন, জাসদের ১জন, আ;লীগের বিদ্রোহী প্রার্থী ৮জন ও  জামায়াতের  স্বতন্ত্র প্রার্থী হয়েছেন ১০জন । বাকীরা স্বতন্ত্র প্রার্থী। উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে বেশীরভাগ ইউনিয়নে নৌকার প্রার্থীর সাথে  বিদ্রোহী প্রার্থীরা ভোট যুদ্ধে প্রতিদন্দিতা করবেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 9147909886717185585

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item