পাগলাপীরে চাঞ্চল্যকর আঃলীগ নেতা হত্যা মামলার প্রধান আসামী এরশাদ বাউরা আটক

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ
রংপুরের পাগলাপীরে চাঞ্চল্যকর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য আবুল হোসেন (৫৮) এর হত্যা মামলার প্রধান আসামী এরশাদ বাউরা (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত্রি দেড় টায় পার্শ্ববর্তী গঙ্গচড়া উপজেলার পাকুড়িয়া শরীফ নামক এলাকায় একটি প্রাইমারী স্কুলের বারান্দায় ঘুমন্ত অবস্থায় নিহত আওয়ামীলীগ নেতার পুত্র আমিরুল ইসলাম সহ পরিবারের লোকজন ঘাতক কে আটক করে থানা পুলিশে সোপর্দ করেন। অপরদিকে এ বিষয়ে গতকাল শুক্রবার কোতয়ালী থানায় যোগাযোগ করলে দায়িত্বরত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহেদুল ইসলাম এ প্রতিনিধিকে জানান, আসামীকে আটকের পর থানায় জিজ্ঞাসা বাদ চলছে এবং এ হত্যা কান্ড মামলার বাকি আসামীদের গ্রেফতারের অভিযান অব্যহত আছে। জানাগেছে গত ১৯ মে বৃহস্পতিবার রাত্রি ১২টায় আওয়ামলীগ নেতা সাবেক ইউপি সদস্য আবুল হোসেন পাগলাপীরের গোকুলপুর ধনীপাড়ায় নিজ বাড়িতে ভাত খাওয়া শেষে বাড়ি সংলগ্ন বেতগাড়ী সড়কে দাড়িয়ে আরাম করছে। এ অবস্থায় ওত পেতে থাকা একই গ্রামের মৃত মতিয়ার রহমানের পুত্র সন্ত্রাসী মোঃ এরশাদ বাউরা তার সঙ্গে থাকা ধারালো ছোরা দিয়ে হত্যার উদ্যোশে আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের পেটে উপর্যুভাবে ছুরিকাঘাত করে। তার আর্ত চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী এরশাদ দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন অজ্ঞান অবস্থায় আবুল হোসেনকে ঘটনাস্থল হতে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে চিকিৎসরা আইসিইউ বিভাগে রাখেন। টানা ৫০ ঘন্টা রাখার পর ২২ মে রবিবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে হত্যাকান্ডের ঘটনায় নিহত আওয়ামীলীগ নেতা আবুল হোসেনের পুত্র রবিউল ইসলাম ৬ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

পুরোনো সংবাদ

রংপুর 7524350405629841577

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item