শ্রেষ্ঠ হওয়া যায়না, শ্রেষ্ঠত্ব অর্জন করতে: ইবি ভিসি

হুমায়ুন কবীর জীবন,ইবি প্রতিনিধি :
মহান আল্লাহ্ তায়ালা আমাদের শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন। তবে সৃষ্টির সেরা জীব হিসেবে জন্ম নিলেই শ্রেষ্ঠ হওয়া যায়না, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক প্রফেসর ড. খোন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীরের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনাসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. আবদুল হাকিম সরকার এসব কথা বলেন।

বুধবার সকাল ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রী অডিটোরিয়ামে এক দোয়া ও আলোচনাসভা সভা অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, আব্দুল্লাহ জাহাঙ্গীর শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ। দেশের গন্ডি ছাড়িয়ে তিনি ধর্ম প্রচারে বর্হিবিশ্বেও অবদান রেখেছেন। তাঁর আদর্শ আমাদের অনুস্মরণ করতে হবে।

আল-হাদীস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ নাছির উদ্দীনের সভাপতিত্বে ও ইবি শিক্ষক সমিতির যুগ্ম-সম্পাদক প্রফেসর মো. মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ফুরফুরা শরীফের পীর সাহেব আবু বকর আব্দুল হাই মেশকাত সিদ্দিকী, বিশ্ববিদ্যালয়ের থিওলজি অনুষদের ডিন প্রফেসর ড. এবিএম ফারুক, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. এমতাজ হোসেন ও আল-হাদীস বিভাগের প্রফেসর ড. আ,খ,ম ওয়ালীউল্লাহ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১১ মে প্রফেসর ড. খোন্দকার আ.ন.ম আব্দুল্লাহ জাহাঙ্গীর মাগুরায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2437138570075078344

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item