ঘূর্ণিঝড় ‘রোয়ানু’, বন্দরে ৪ নম্বর সর্তকতা

অনলাইন ডেস্কঃ

পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’- এ রূপ নিয়েছে। এটি বর্তমানে একই এলাকায় অবস্থান করছে।যা আরও ঘণীভূত হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে পারে।এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।এদিকে নিম্নচাপের প্রভাবে গত দু’দিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে।বুধবার (১৮ মে) দেশের সর্বোচ্চ ১১৯ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে। রাজধানীতে এর পরিমাণ ছিল ২২ মিলিমিটার।

পুরোনো সংবাদ

প্রধান খবর 3457269862717045103

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item