চিলাহাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

এ.আই পলাশ ঃ
নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটির ভোগডাবুড়ী ইউনিয়নের ২৫টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্ট খেলাটি অনুষ্ঠিত হয়। ২৫ টি দলের মধ্যে দুইটি  বালিকা দল ও দুইটি বালক দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। ১৫ই মে ২০১৬ইং দুপুর ২টার দিকে প্রথম পর্যায়ে ফাইনাল খেলায় অংশ নেয় ভোগডাবুড়ী মিলন কেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল এবং সব্দিগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল। এই খেলায় একটি গোল করেভোগডাবুড়ী মিলন কেন্দ্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দল বিজয়ী হয়। অপর দিকে বিকেল ৪টার দিকে ডাঙ্গাপাড়া গুচ্ছগ্রাম  সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল বনাম কারেঙ্গাতলী এমই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল। দুই দলেই ব্যাপক প্রতিযোগীতার পর অবশেষে ট্রাইব্রেকারের মাধ্যমে ডাঙ্গাপাড়া গুচ্ছগ্রাম  সরকারী প্রাথমিক বিদ্যালয় কে কারেঙ্গাতলী এমই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বালক দল এক গোলে পরাজিত করে। উক্ত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার উপজেলা সহকারী শিক্ষা অফিসার রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরিফুল ইসলাম প্রামণিক, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলা শাখা, হাফিজুর রহমান বকুল সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ভোগডাবুড়ী ইউনিয়ন শাখা, আবুল কালাম আজাদ সাবেক সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ ডোমার উপজেলা শাখা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার কানু ভোগডাবুড়ী ইউনিয়ন কমান্ড, চিলাহাটি প্রেসক্লাবের সহ-সভাপতি এ.আই পলাশ, সাধারণ সম্পাদক আশরাফুল হক কাজল। খেলায় সভাপতিত্ব করেন, আবু তাহের চেয়ারম্যান ভোগডাবুড়ী ইউনিয়ন। খেলা শেষে উভয় বিজয়ী দলকে ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

পুরোনো সংবাদ

নীলফামারী 969248434321729956

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item