খলেয়ায় আঃলীগের কর্মী সভায় নৌকায় ভোট চাইলেন জেলা ও মহানগর নেতারা


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ


আসন্ন ২৮ শে মে  ২০১৬ রংপুর সদর উপজেলার ৫নং খলেয়া ইউপি নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ জাকির হোসেন শাহ ও নৌকা প্রতীকের ডাকে এক বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খলেয়া গঞ্জিপুর স্কুল এন্ড কলেজ মাঠে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্খী ও সচেতন ভোটারদের অংশগ্রহনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় কর্মী সভা। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগের জেলা সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজু, মহানগর সভাপতি শাফিউর রহমান শফি, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল, আইন বিষয়ক সম্পাদক ও হিন্দু কল্যান ট্রাস্টি বোর্ডের সদস্য রতিশ চন্দ্র ভৌমিক বাবু সোনা, তথ্য গবেষনা বিষয়ক সম্পাদক ওয়াজেদুল ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক গাওহারুল ইসলাম, জেলা নেতা ফিরোজ কবীর চৌধুরী গুঞ্জন, খলেয়া ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হাসু শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবীর, একেএম হালিমুল হক, উপজেলার চেয়ারম্যান নাসিমা জামান ববি, ইউনিয়ন  সাধারন সম্পাদক মোত্তালেবুল হক, আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন শাহ সহ আরো অনেকে। পরিচালনা করেন প্রভাষক প্রদীপ কুমার সরকার। এসময় খলেয়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগ নেতা তোফাজ্জল হোসেন খান তোফা সহ আওয়ামীলীগ অঙ্গসংগঠনের জেলা মহানগর উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামীলীগের জেলা সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, দল মত নির্বিশেষে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জারিক হোসেন শাহ তার নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে মহানগর সভাপতি শাফিউর রহমান শফি জেলা যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সোহেল সহ জেলা মহানগর উপজেলা ও ইউনিয়নের বিশিষ্ট জনরা একই সুরে বলেন আওয়ামীলীগ সভানেত্রী প্রধান মন্ত্রী দেশরতœ শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ অর্থনীতিতে এগিয়ে চলছে। শেখ হাসিনা ঘোষিত ভিষণ ২১ বাস্তবায়নে ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ক্ষুধা দারিদ্র মুক্ত দেশকে সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং খলেয়া ইউনিয়নের আর্তসামাজিক উন্নয়নের বিপ্লব ঘটাতে নৌকায় ভোট চাইলেন নেতারা। 

পুরোনো সংবাদ

রংপুর 5487933188257972267

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item