ডোমারে প্রতিপক্ষের আঘাতে গৃহবধু আহত

আনিছুর রহমান মানিক, ডোমার(নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারী ডোমারে গৃহপালিত পশু পাট খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের আঘাতে এক গৃহবধু গুরুত্বর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে, উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী, বাকডোকরা ৮নং ওয়ার্ড তেলীপাড়া গ্রামে। অভিযোগ সুত্রে যানাযায়, উক্ত গ্রামের  মৃত অফির উদ্দিনের পুত্র হানিফার গৃহপালিত পশু প্রায়দিন প্রতিবেশী  সিরাজুল ইসলামের ক্ষেত নষ্ট করে। ২২মে সোমবার আবারো হানিফার ছাগল তাদের পাট ক্ষেতে গেলে তারা বাড়ীতে বেঁধে রাখে। হানিফার ছেলে সাদ্দাম ছাগলটি গোপনে তাদের বাড়ী থেকে বের করে নিয়ে যায়। পরে উল্টো তাদের কাছে ছাগলটি দাবী করে। এরই ধারাবাহিকতায় বাক বির্তকের এক পর্যায়ে হানিফা তার স্ত্রী রাজিয়া ছেলে সাদ্দাম সেরাজুলের স্ত্রী রশিদা বেগম(৪৫)কে লাঠি শোটা দ্বারা বেধরো মারপিট করে এবং শ্লীলতাহানী ঘটায়। রোজা থাকা অবস্থায় তাদের আঘাতে রশিদা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এলাকাবাসী রশিদাকে তাদের কবল থেকে রক্ষা করে। অসুস্থ অবস্থায় দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এবিষয়ে আহত রশিদার ছেলে আব্দুল রশিদ বাদী হয়ে ৩জনের বিরুদ্ধে ডোমার থানায় অভিযোগ দায়ের করে। এলাকাবাসী জানান, হানিফা বরবর, মারমুখী ও দৃশকৃতিকারী ব্যাক্তি  এর আগেও তার বিরুদ্ধে আদালতে একাধিক মামলা ছিল। তদন্ত কর্মকর্তা এএসআই আব্দুর রউফ মন্ডল বলেন, তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 2490092663066810554

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item